আমাদের কথা খুঁজে নিন

   

অপূর্ণতার কথন

অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... প্রিয়া ঘুম কি এলো দু'চোখে ঘুমিয়ে যাও শ্রাবণো রাতে, রিমঝিম বৃষ্টি ঝরবে আজ আমি না হয় হলাম উদাস। থাকো গো তুমি সুখের মাঝে স্বপ্ন সাজুক নতুন রাগে। প্রিয়া তুমি আজ কতো দূরে আছিতো আমি শূণ্যতা নিয়ে, স্মৃতির সাথে করি যে বসত বেঁচে থাকার এইতো রসদ। ভেবো না প্রিয়া আমায় নিয়ে যাবো যে ঝরে হঠা৭ করে। প্রিয়া বুকে আজ আর্তনাদ তবু নেই কোন প্রতিবাদ, আমার সময় গেছে থমকে তোমার সময় উঠে চমকে! রঙ্গে রঙ্গিন ধ্রুপদি জীবন ধূসর ধুম্র কেবলি মোর মন। যে গেছে চলে সুখের ভেলায় চড়ে আছি আমি পড়ে দুঃখ নদীর তীরে, তবুও কেঁদে কেঁদে খুঁজে পোড়া মন করে সর্বদা শুধুই তারে লালন! এমনি বুঝি হয় ব্যথার দহন বিরহী প্রাণে অপূর্ণতার কথন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।