যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়। ঢাকা নিবাসী ব্লগার পারভেজ আলমের জীবনের নতুন অধ্যায় শুরু হল সাভার নিবাসী ব্লগার সেলিনার সাথে। তাদের অভিনন্দন জানাই। বিয়ের অনুষ্ঠান আয়োজিত হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে। বিশাল খানা পিনা আর মৌজ মাস্তির মধ্য দিয়ে নতুন যুগলের নতুন অভিযাত্রা শুরু হল। ব্লগারদের বিয়ের ঘটনাই আলাদা, দেখা যাক তার কিছু অংশ এই ছবিগুলোতে নব বর ও বধু কি পারভেজ কি কর? কনে তো বরের অপেক্ষায় পরিবারের সাথে পারভেজ অনুষ্ঠানের অতিথিরা আলোকসজ্জা কি পারভেজ কবুল হবে তো? মঙ্গল চক্ষু ফিকফিক হোহোহোহোহোহোহোহো আমরা আপনাদের দোয়া প্রার্থী স্টেজটাতো দারুন মালা বদল আর মিউজিক কই মিষ্টি খাও পারভেজ বাহ সুন্দর লাগছে তো এদেরকে চেনা চেনা লাগছে তো বাহ দারুন তো আরো আলো কিন্তু খাদ্য একটা মৌলিক বিষয় পারভেজ আমাদের ছাড়াই খাইলা? তোমাদের জীবন সুখী হোক, আনন্দময় হোক আর ব্লগে পোষ্টের সংখ্যা বাড়ুক
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।