আমাদের কথা খুঁজে নিন

   

যাকিছু ছুঁয়েছি আমি, পাথরের হিম

আহসান জামান আমরা কী ভুলে যাচ্ছি ছায়াপথ; যাবতীয় যাপনের টান ছিঁড়ে পালের নৌকায় ভেসে; কোথাও একা। ভোরের আকাশে দু'চোখ খুলে স্বপ্নের শঙ্খচিল ধুধুসাদা কাফনের কাপড়ে ওড়ে। কে যেনো গেয়ে গেছে শেষ পালাগান কালের কানে; যেনো বেদনার সারি সারি কেয়াপাতায় এক একটি স্মৃতির আহত কঙ্কাল। শৈশবের খড়িখাতার পাতা মুছে কোথায় লুকাবো এই আগুনের দাহ! ক্লান্তি নেমেছে বহুত বিরহ বাতাসে ওড়ে এ দেহভার; নুঁয়ে পড়া বাঁশের আগাল; অনড় ভূমির বুকে শুয়ে পড়ে অকাল, অধীর। ধীমানের বুঝপাখি চুপচাপ, একা কথা কয়; যাকিছু ছুঁয়েছি আমি, পাথরের হিম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।