অন্তর যখন পুড়ছেই
পুড়তে দাও
বৃথা জল ঢালতে যেও না
পঁচা প্রেমের জীবনুগুলো পুড়ে পুড়ে নিঃশেষ হতে দাও।
ভষ্মিভূত ছাইগুলো যখন কাঁদছেই
ওদের কাঁদতে দাও
অযথা মায়া দেখাতে যেও না
অভিশপ্ত প্রেতাত্মাগুলোকে বাতাসের বিষে মরতে দাও।
অশ্রু যখন ঝরছেই
ঝরতে দাও
টিস্যু পেপার চেপে বন্ধ করতে যেও না
জমে থাকা নোংরা ভাইরাসগুলোকে ভেসে যেতে দাও।
যাকিছু হচ্ছে হতে দাও
যাকিছু মিথ্যা মরতে দাও
অনুকম্পা দেখাতে যেওনা
একটা নিঃকলুষিত অন্তরকে এবার হেসে যেতে দাও।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।