আমাদের কথা খুঁজে নিন

   

যাকিছু দৃশ্যমান

বিস্ময় মুছে দিও না...

নিখোঁজ বিমান আর টি-২০ বিশ্বকাপে
পরিচয় পাচ্ছে না মেঘনায় ভাসন্ত লাশ
শিল্পীর ক্ষোভ আর দালালের লোভ
ফ্লাশমব বাণিজ্যে মিলেমিশে উদযাপন।

বড়ো আয়োজনে ছোটো ছোটো ছাড়
বোঝে না যাত্রিহীন রিক্সা-চালক
পেট পারছে না হতে বিশ্বজনীন
সে বিষয়ে এক গবেষণা চালানো যাক!

রেকর্ড হবে চলে আসুন রেকর্ড বাজিয়ে
খিদে লাগলে কিছু বিদ্যুৎ গিলে নিন
মশলা মিশাতে ভুল হলে বলুন দেখি
থাকে কি খাদ্যের স্বাদ ও পুষ্টি গুণাগুণ?

বেশি বোঝো, সংশোধন করে দেবো
রীতিনীতি শিখে গেলে বেশি
বাঙলায় এনে দেবো বিপ্লব-রেনেসাঁ।

আইনের শাসন ব্যক্তির অধিকার
কোটা ভিত্তিতে পাবে জনতা সকল
শাহবাগ আর জয় বাঙলা
নিতে হলে সবাই লাইনে দাঁড়ান।

ওহে বেকার, তুমিও আছো দেখছি
আমাদের ছেলেদের হোক না গতি
তোমরাও পেয়ে যাবে কোনো একদিন

আইসিটি ও পদ্মাসেতু..., ভুলে গেছেন?
আরে ভাই দেশ চালানো অতো সহজ নাকি
আপনারা খামোখাই হচ্ছেন অস্থির
অপেক্ষার ফল আমরা মিষ্টি বলে মানি।

নির্বাচন তো শেষ, এবার কি উছিলা
চিন্তা করো না...
সময় মতো পেয়ে যাবে টের-
জানো তো ঈশ্বর ধৈর্যশীলেরই সাথে থাকেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।