আমাদের কথা খুঁজে নিন

   

শরীরের যাকিছু নির্যাস ধরেছি একটি ফুলে

ডুবোজ্বর

১৯১১০৭ বেঁধেছো ধূলির ভিতর আমার শরীর শরীরের পাড়ে জলের স্মৃতি আছে জেনো একদিন ভাস্কর ছিলাম প্রত্নগন্ধে একাকার সকরুণ স্নিগ্ধতা এনে ভুলে গেলাম সোমরস প্রাকৃতদাহে অকৃতদার আত্মরত সংবাদ আমার কম্পমানদেহে জড়ানো পৃথিবী পৃথিবীর বুনোলতা যতো বিদেহ জড়ালো শরীরের যাকিছু গন্ধ ধরেছি আঙুলে শরীরের যাকিছু নির্যাস ধরেছি একটি ফুলে এই পুষ্প এই আঙুল একদিন কণ্টকহীন হবে

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।