আমাদের কথা খুঁজে নিন

   

বেঁধেছি রিক্তের বাঁধন কান্নার অশ্রুধারায়....

হয়তো কোন এক জ্যোত্‍স্না রাতে তুমি আবার আসবে ফিরে...হাতটি ধরে বলবে "ভালবাসি"...জেনে রেখো সেদিন আমি আর নই যে তোমার..এখন আমি ভালবাসি শুধুই আমায়... আমি বেঁধেছি রিক্তের বাঁধন কান্নার অশ্রুধারায়... তোমায় দিয়েছি পাহাড় সম ভালবাসা,নীরবে যা হারায়... আমি সুখের সাথে আড়ি নিয়েছি,দুঃখের সাথে গড়েছি সখ্যতা... বেদনার গান বাতাসে ভাসে,হাসি গানে আজ আমার মৌনতা... আমি গিয়েছি স্বর্গদেশে,ফুটন্ত স্বর্গগোলাপ চেয়ে আনিবো বলে, না গো না!নিজের জন্যে নয়,তোমার কদম তলে রাখিবার ছলে.... আমি জ্বলেছি অনলে,কষ্টকে দিয়েছিল আতিথ্য আপন নীড়ে... তোমার ঠিকানায় পাঠিয়েছি অনাবিল সুখ,বারবার তারা আসিবে আবার ফিরে....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।