আমাদের কথা খুঁজে নিন

   

নিজেকে প্রকাশ করুন, সৃজনশীলতা দিয়ে

দুশ্য বনহুর সিরিজ পড়তে গিয়ে বই পড়ার প্রেমে পড়েছিলাম। রোমানা আফাজের সেই বইগুলো আমার কিশোর জীবনে আলোড়ন তুলে ছিল। তখন রাশিয়ার অনুবাদ গল্প পড়েছিলাম অনেক। নানা বাড়িতে ছিল বইয়ের স্তুব। পাগলের মত বই পড়েছি তখন।

রাত দিন বইয়ে ডুব দিয়ে থাকতে কতযে আনন্দ পেতাম! , আমার জীবনে প্রথম প্রেমকে হারিয়ে ছিলাম বই পড়ার জন্য। ও প্রশ্ন করেছিল কে বেশি গুরুত্বপূর্ন বই নাকি আমি? আমি বলেছিলাম বই আমার শ্রেষ্ঠ বন্ধু । একটা ভাল বই পেলে আমার তখন আর কিছু মনে থাকেনা। আমার জবাব তার ভাল লাগেনি। সে চলে গিয়েছিল চোখে রাজ্যর অভিমান নিয়ে।

সর্বশেষ পড়েছি পারভেজ রানার আত্মদহন। আর এখন হাতে আছে জিয়াউল হকের টাইন নদীর ওপার থেকে। আমি লিখতে শিখেছিলাম খুব ছোট বেলায় । নিজের ভেতরকার চিন্তাকে প্রকাশ করার জন্যই কলম তুলে নিয়ে ছিলাম। কাঁচা হাতে লিখে ছিলাম ছড়া।

তার জানি তেমন মান ছিলনা। কিন্তু নিজের সৃজনশীলতা প্রকাশ করার আকাঙ্খা থেকে আর সৃষ্টির আনন্দে বিভোর হতেই কলম হাতে খাতায় আকিবুকি করতে থাকি। কলেজে ভত্তি হবার পর একজন নারী আমাকে ভালবাসার অফার করে। সে ছিল অনেকের স্বপ্ন কন্যা। তার মত রুপশীর যোগ্য ছিলাম না।

তারপরও তাকে ভালবাসলাম। তাকে মুগ্ধ করতে লিখলাম ৬৫ পাতার বিসাল চিঠি। ভালবাসার সুখ কপালে সইলনা। সে ছিল বহুগামী। অকারনেই আমাকে ছেড়ে গেল।

তার দেওয়া বেদনার নীল দংশন ভুলতে আর জীবনে কিছু একটা হয়ে তাকে দেখিয়ে দিতে সাহষ দিয়ে ছিল বই। ব্লগ লিখতে গিয়ে নিজের কথা বলি সবাই। নিজের ভাবনাগুলি ছড়িয়ে দিতে চাইছি সবাই। তাই আসুন চেষ্টা করি সৃষ্টিশীল কিছু করতে। নিজের পেশার পাশাপাশি সমাজ আর দেশের উন্নয়নে যেকোন কিছু করি আমরা।

দেশকে ভালবাসি। দেশের মানুষ কে ভালবাসি। সৃজনশীলতা কে প্রকাশ করুন। আপনাকে দিয়েই হয়ত অনেক বড় কোন কাজ হতে পারে। শুভ কামনা থাকলো।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.