আমি সরল মানুষ প্রধান নির্বাচকের পদ থেকে পদত্যাগ করা আকরাম খান কি আবার ফিরে আসছেন? সেই সম্ভাবনাই এখন প্রবল। গত পরশু পদত্যাগ করার পর আকরাম পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন, তিনি আর ফেরার কথা ভাবছেন না। কিন্তু নতুন করে ভাবতে হচ্ছে স্বয়ং প্রধানমন্ত্রী তাঁকে ফেরানোর উদ্যোগ নেওয়ায়। গতকাল দুপুরে প্রধানমন্ত্রীর একান্ত সচিব আকরামকে ফোন করে প্রধানমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করতে চান বলে জানান। রাতে গণভবনে আকরাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাঁকে পদত্যাগপত্র প্রত্যাহার করতে বলেন। যে সব কারণে আকরাম পদত্যাগ করেছেন, সে সব সমাধানেরও প্রতিশ্রুতি দেন তিনি। আকরামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এর সত্যতা স্বীকার করেন, হ্যাঁ, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেকেছিলেন। আমি আর ফিরতে চাই না বলার পর তিনি বলেছেন, "তোমাকে বাংলাদেশের ক্রিকেটে দরকার, ক্রিকেট বোর্ডে কী হচ্ছে আমি সব দেখছি।" প্রধানমন্ত্রীর অনুরোধের পর আকরাম সিদ্ধান্ত পুণর্বিবেচনার আভাস দিয়েছেন। বিডিস্পোর্টসনিউজ/আরআরএস
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।