ভাল থাকেত চাই, ভাল রাখতে চাই ► একটি মেয়ে যখন আপনার বোন,তখন আপনি তার "দায়িত্ববোধ" অনুভব করতে পারেন ♥ ► একটি মেয়ে যখন আপনার বন্ধু, তখন আপনি তার "আবেগ" অনুভব করতে পারেন ♥ ► একটি মেয়ে যখন আপনার প্রেমিকা, তখন আপনি তার "প্রবল অনুরাগ" অনুভব করতে পারেন ♥ ► একটি মেয়ে যখন আপনার স্ত্রী, তখন আপনি তার "ত্যাগ ও ধৈর্য" অনুভব করতে পারেন ♥ ► একটি মেয়ে যখন আপনার সন্তান, তখন আপনি তার "নিষ্পাপতা" অনুভব করতে পারেন ♥ ... ► একটি মেয়ে যখন আপনার মা, তখন আপনি তাঁর "প্রকৃত ভালোবাসা" অনুভব করতে পারেন ♥ ♥ ♥ ✿ একটি মেয়ে,স্রষ্টার অন্যতম সেরা সৃষ্টি।। আন্তর্জাতিক নারী দিবসে সকল নারীদের প্রতি রইলো সশ্রুদ্ধ সালাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।