আমাদের কথা খুঁজে নিন

   

গণমিছিলে না যাওয়ায় ৪ শিক্ষার্থীর সিট ফেলে দিয়েছে শেকৃবি ছাত্রলীগ

গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামীলীগের ডাকা সারাদেশব্যাপী গণমিছিলে যোগ না দেয়ায় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থীর হলের সিট ফেলে দিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। তাদেরকে হল ছেড়ে দেবারও হুমকি দেয়া হয়েছে বলে ভুক্তভোগী শিক্ষার্থীরা জানায়। সূত্র জানা যায়, আওয়ামী লীগের গনমিছিল কর্মসূচী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ করে দেয় ছাত্রলীগ। ছাত্রদের ক্লাস রুম থেকে বের করে গনমিছিলে যোগ দিতে বাধ্য করে। গনমিছিলে যোগ না দেয়ায় গতকাল সন্ধ্যায় ৬ টার দিকে শেকৃবির ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক রুহুল আমীনের নেতৃত্বে ছাত্রলীগের নেতা কর্মীরা শেরেবাংলা হলের ২০৩ নম্বর রুমের প্রথম বর্ষের কাজল, সজিব ও দ্বিতীয় বর্ষের হাফিজ এবং সিরাজউদ্দৌলা হলের ১৩৬ নম্বর রুমের মাস্টার্সের শিক্ষার্থী এমতিয়াজ ফারুক পল্লবের সিট ফেলে দেয়।

পরবর্তীতে গতকাল রাত্রের মাঝে তাদেরকে হল ছাড়ার হুমকি দিয়েছে বলে সিট ফেলে দেয়া শিক্ষার্থীরা জানায়। পল্লব জানায়, গতকাল জনতা ব্যাংকের চাকুরীর আবেদন জমা দেয়ার কারণে গণমিছিলে যোগ দিতে না পারিনি। পরে রুহুল আমীনের নির্দেশে শাওন, রেজা, টিটু সহ ছাত্রলীগের অন্যান্য কর্মীরা আমার সিট ফেলে দেয়। ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলমগীর সারোয়ার মামুন বলেন, আমার জানামতে এরকম ঘটনা ঘটেনি। এছাড়া কাউকে হল থেকে বের করে দেবার ক্ষমতা কোন ছাত্রলীগের নেই।

এব্যাপারে ছাত্রলীগের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে। শেরেবাংলা হলের প্রভোস্ট নূর মোহাম্মদ রহমতউল্লাহ্ জানান, বিশ্ববিদ্যালয়ের হল থেকে সিট ফেলে দেয়া কিংবা হল ছেড়ে চলে যেতে বলার কোন ক্ষমতা ছাত্রলীগকে দেয়া হয়নি। এ ব্যাপারে ছাত্রলীগের নেতাদের সাথে আমরা কথা বলব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।