সমাজকর্মী জানি হরতালের মধ্যেও হয়তো অনেকে গাড়ি বের করবেন রাস্তায়, কারন আপনি নিশ্চিত করে জানেন যে এই হরতাল আহ্ববানকারীরা কোনভাবেই আপনার সম্পদ বা দেশের সম্পদের ক্ষতি করবে না। আঘাত করবে না আপনার শরীরে। বড়জোড় আমরা আপনাকে বুঝিয়ে বলবো। কিন্তু ভেবে দেখুন তো আমরা যে দাবিগুলো নিয়ে হরতাল আহ্ববান করেছি, সেই দাবিগুলো কি আপনার নয়? দাবিগুলো তো আপনারও। এই দেশ রাজাকারমুক্ত হোক, সেটা তো আপনিও চান।
তাহলে কেন আপনি গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন?
হরতাল এর আগেও হয়েছে, ভাংচুর-অগ্নিসংযোগ হয়েছে গাড়িতে! আগুন দিয়ে পুড়িয়ে মারা হয়েছে মানুষকে! কারন ঐ হরতালগুলো ছিল আপনার সম্পদ নষ্ট করার, রক্ষা করার নয়। ঐ হরতালগুলো ছিল আপনাকে জীবন্ত পুড়িয়ে মারার, আপনাকে বাঁচাবার নয়। কিন্তু আজকের হরতালে সেইসবের কিছুই হবে না। আমরা শান্তিপূর্ণভাবে থাকবো রাজপথে। কারন আজকের হরতাল আপনাকে হত্যা করার জন্য নয়, আপনার সম্পদ নষ্ট করবার জন্য নয়....আজকের হরতাল আপনার-আমার প্রিয় মাতৃভূমিকে রাজাকারমুক্ত করার।
পাশে থাকুন, আমরাও আপনার পাশেই আছি। জয় বাংলা। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।