আমি যুদ্ধাহত অগনিত মুক্তিযুদ্ধার কথা বলছি, আমি ন'মাসের প্রতীক্ষায় থাকা মায়ের কথা বলছি , আমি উপোসে থেকে প্রান হারানো আমার ছোট্ট বোনের কথা বলছি, "এই স্বাধীন বাংলায় কোন পরাধীনতা তোমরা মেনে নিও না, তোমরা তো সিপাহী বিদ্রোহের শিক্ষায় দীপ্ত, বায়ান্নর খুনে উচ্চকিত তোমার বর্ণমালা , চেতনায় সবুজ-লালের একাত্তর, কারো দয়ায় তোমার কিছু অর্জন নেই, প্রতিটি অর্জন তোমার তপ্ত খুনের প্রতিটি ফোঁটার বিনিময়ে....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।