থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি।
এইবার দাদা মাতিছুইন।
এক কালের শেখ মুজিব বিরোধী এবং বর্তমানে 'বাল'-এর সাইড লাইনে বসিয়ে রাখা নেতা, সুনামগঞ্জ থেকে নির্বাচিত এমপি বাবু সুরঞ্জিত সেন গুপ্ত বলেছেন, বাংলাদেশে আমলাতন্ত্র মন্ত্রীদেরকেও সঠিকভাবে কাজ করতে দেয় না। মন্ত্রীরা তাদের রাজনৈতিক অঙ্গীকার থেকে জনকল্যাণমূলক কোন কাজ করতে চাইলে প্রশাসনের ওই সুবিধাভোগী গোষ্ঠীটি তাদের নানাভাবে আটকে রাখার চেষ্টা করে।
তিনি আরো বলেন, অর্পিত সম্পত্তি প্রত্যার্পন আইন বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা আমলাতন্ত্র।
এ আইন বাস্তবায়িত হলে একটি বিশেষ শ্রেণী ক্ষতিগ্রস্ত হবে। আর এজন্যই তারা চায় না এটা বাস্তবায়িত হোক।
১৯৬৫ সালে পাকিস্তান সরকারের করা "শত্রু সম্পত্তি আইন" একটি কালো আইন উল্লেখ করে তিনি বলেন, এ আইনের ফলে সংখ্যালঘু সম্প্রদায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার এ বিষয়ে দ্রুত আইন পাস করে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘুদের অধিকার ফিরিয়ে দেবে বলে জানান তিনি।
আমরা খুশি হতাম যদি তিনি সরকারকে 'বাল' সমাধানের কথা মনে করিয়ে দিতেন।
'বাল'-এর সরকার মনে করে 'এনি প্রবলেম ইন দি মাথা , দেন কাট দি মাথা'। এর অর্থ হল, যেহেতু আমলাতন্ত্র সরকারকে উন্নয়ন কার্যক্রমে বাধা দিচ্ছে, তাই আমলাতন্ত্র বাতিল করে দেয়া হোক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।