মাথা ব্যথা একটি রোগ। মাথা ব্যথা করলে আমরা যদি একে সারাতে মাথা কেঁটেই ফেলি তাহলে এর স্থায়ী সমাধান হতে পারে (!) তবে আমাদের স্থান আর এ পৃথিবীতে থাকবেনা_এটা সবাই বুঝি। আর তাইতো আমরা ছুটি ডাক্তারের কাছে। কিন্তু বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাথা কাটারই নিদর্শন বর্তমান ডিজিটাল দেশ গড়ার অঙ্গিকার নিয়ে আসা বর্তমান ক্ষমতাসীন সরকারের।
ফেসবুক বর্তমান বিশ্বে সামাজিক যোগাযোগের একটি মাধ্যম।
ফেসবুকের মাধ্যমে যেমন পরিচিত বন্ধু বান্ধব অথবা পরিবারের সাথে দুরে বসেও যে কোন পরিস্থিতি সচিত্র শেয়ার করা যায় তেমনি অপরিচিত অনেকের কাছে আসার সুযোগ ঘটায়। দেশের কালচার, সংষ্কৃতি ফেসবুকের মাধ্যমে তুলে ধরা যায় সারা বিশ্বে। জানা যায় সুদুর অজানা দেশের সংষ্কৃতি। প্রতিভা বিকাশেরও একটি মাধ্যম এটি। পত্রিকান্তরে প্রকাশ একটি গ্রুপ বর্তমান সরকারের যুদ্ধাপরাধীদের বিচারের জন্য হাজার হাজার স্বাক্ষর নিয়ে জনমত তৈরিতেও সক্রিয় ভুমিকা রেখে চলেছিল।
কিন্তু হঠাৎ সরকার এধরণের একটি সামাজিক যোগাযোগের মাধ্যমকে বন্ধ করে দিয়ে ডিজিটাল দেশ গড়ার পথে অন্তরায়ই সৃষ্টি করল।
হ্যাঁ, এ যোগাযোগের মাধ্যমকে ব্যবহার করে আমাদের দেশের বরেণ্য ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ চিত্র প্রকাশ ও বিরুপ মন্তব্য অবশ্যই নিন্দনীয়। দেশ প্রেম বলতে কিছু থেকে থাকলে তারা এমনটি করতে পারেনা। তাই তাদেরকে চিহ্ণিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা একান্ত জরুরি।
বর্তমান প্রযুক্তির অন্যতম অবদান মোবাইল ফোন।
মোবাইল ফোনে যে কত রকমের ক্রাইম সংঘঠিত হচ্ছে তা সদাশয় সরকার বাহাদুরের জানা। তাই বলে মোবাইল ফোনতো আর নিষিদ্ধ করাই এর সমাধান নয় এবং সদাশয় সরকার বাহাদুর ও এ ব্যাপারে সচেতনতার সাথে প্রযুক্তি ব্যবহার করে আইডেন্টিফাই করার চেষ্ঠা করছে এবং অনেক ক্ষেত্রে সফলও হচ্ছে।
ঠিক এমনি ভাবে ফেসবুক ক্রাইমে যারা জড়িত তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় নিয়ে আশার চেষ্ঠা করাই হবে বর্তমান সরকারের সফলতা। ফেসবুক বন্ধ করে নয়।
তাই সদাশয় সরকার বাহাদুরের প্রতি আকুল আবেদন দয়া করে ফেসবুক চালু করে সারা পৃথিবীকে আমাদের আপন করে নিতে দিন।
ফেসবুক ক্রাইম ধরতে যত ধরণের প্রযুক্তির দরকার ব্যবহার করুন। ক্রাইম সংগঠকদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করুন। আমরা যারা সাধারন ইউজার, আমাদের সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা বন্ধু বান্ধদের সাথে সুখ-দুঃখ ভাগাভাগির সুযোগ করে দিন। সারাদিন কর্মব্যস্ত থাকার পর রাতে ঘুমুবার আগে অন্তত: একবার আমাদের বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ করার সুযোগ আবারো খুলে দিন। আমাদেরকে আমাদের দেশের কালচার, ইতিহাস- ঐতিহ্য সারা বিশ্বের কাছে তুলে ধরার সুযোগ থেকে বঞ্চিত করবেন না প্লিজ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।