https://www.facebook.com/JelABC হৃদয়টা যদি বদলানো যেত ভাঙ্গা কাঁচের মতো, নতুন করে সাজিয়ে নিতাম আবার আগের মতো স্মৃতিগুলো যদি মুছে ফেলা যেত ভূল করে লেখা কোন শব্দের মতো, কষ্টগুলো সরিয়ে দিতাম সুখের তরীতে আবার নাও ভাসাতাম। জীবনটা যদি আবার প্রথম থেকে শুরু করা যেত ভোরের সূর্যটার মতো, স্বপ্নটাকে বাস্তব রূপ দিতাম তোমার আমার বসন্ত কালের মতন। যদি আর একটা পৃথিবী থাকতো ভালবাসায় পূর্ণ- স্বপ্নের মতো, সেথায় গিয়ে ডেকে নিতাম তোমায় ইচ্ছেগুলো উড়িয়ে দিতাম রঙ্গিন ঘুড়ির ডানায়। যদি আর একবার তার চোখের তারা হওয়া যেত প্রথম দেখার কালে যেমনটি ছিল, বন্ধু তোমায় বুঝানো যেত তুমি ছিলে আমার কতটা প্রিয়। যদি আর একবার তার হাতটি ধরা যেত যদি আর একবার তার মনটা আমায় দিত যদি আর একবার তার স্বপ্নটা আমার হতো যদি........................।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।