সম্প্রতি হ্যাকিংয়ের শিকার হয়েছে বিনোদন ও প্রযুক্তিপ্রতিষ্ঠান সনি করপোরেশন। সনির ওয়েবসাইট সিস্টেম হ্যাক করে ‘পপ কিং’ মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানসহ প্রায় ৫০ হাজার গান হাতিয়ে নিয়েছে যুক্তরাজ্যের দুজন হ্যাকার। লন্ডন পুলিশের বরাতে এ তথ্য দিয়েছে সানডে টাইমস। জ্যাকসন স্টেটের কাছ থেকে ২৫ কোটি ডলারের এক চুক্তিতে ২০১০ সালে মাইকেল জ্যাকসনের অপ্রকাশিত গানগুলো কিনেছিল সনি। সনির পক্ষ থেকে অবশ্য হ্যাকিংয়ের ঘটনা স্বীকার করা হয়েছে। তবে জ্যাকসনের গানগুলো ছাড়া আর যেসব শিল্পীর গান হাতছাড়া হয়েছে, সে-সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি। সনির এক মুখপাত্র জানান, সনির কাছে থাকা পপ কিংয়ের গানগুলো হাতিয়ে নিয়েছে হ্যাকাররা। সনি তাদের সিস্টেম পরীক্ষার সময় এ ঘটনা টের পায়। সিস্টেমটির যে দুর্বলতার সুযোগ নিয়ে হ্যাকাররা গানগুলো হাতিয়ে নিয়েছে, পরবর্তী সময়ে সে সমস্যার সমাধান করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।