আমাদের কথা খুঁজে নিন

   

ব্যবসায়িক ফাইল গোপনে বের করছে হ্যাকাররা



সাম্প্রতিক এক গবেষণায় বলা হয়েছে যে, বুদ্ধিবৃত্তিক সম্পদ ও ব্যবসা-বাণিজ্যের গোপন ফাইল এখন সাইবার হ্যাকারদের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। কম্পিউটার নিরাপত্তা প্রতিষ্ঠান ম্যাকাফি পরিচালিত এই গবেষণায় দেখা গেছে, হ্যাকারদের একটি বড় অংশ করপোরেট নেটওয়ার্ক থেকে তথ্য চুরি করতে শুরু করেছে। ম্যাকাফি জানায়, হ্যাকাররা বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের গোপন ফাইল, বাজার পরিকল্পনা, গবেষণা ও উন্নয়ন প্রতিবেদন ও সোর্স কোড চুরি করছে। ইউরোপে ম্যাকাফির প্রধান তথ্য কর্মকর্তা রাজ সামানি বলেন, সাইবার অপরাধীরা এ ধরনের তথ্যকে লক্ষ্যবস্তু করছে, কারণ তাদের মক্কেলরা এ ধরনের তথ্যই চাইছে। চুরি করে চড়া দামে তাদের কাছে তথ্য বিক্রি করবে হ্যাকাররা।

তিনি জানান, গোপন এসব তথ্য চুরি করার জন্য হ্যাকাররা ভাইরাস অথবা ট্রোজান হর্স ব্যবহার করে। সম্প্রতি জার্মানি, ব্রাজিল ও ইতালিতে কম্পিউটার নেটওয়ার্ক থেকে এ ধরনের গোপন তথ্য চুরি হয়েছে। ম্যাকাফির প্রতিবেদনে বলা হয়েছে, বড় প্রতিষ্ঠানগুলো হ্যাকারদের কাজকে আরও সহজ করে দিয়েছে। কেননা তারা প্রতিষ্ঠানের কোনো বিষয় নিয়ে যখন কাউকে ই-মেইল বা মেসেজ পাঠায়, তখন তারা খুব কমই কাটছাঁট করে। ফলে হ্যাকারদের কাছে একটি প্রতিষ্ঠানের প্রায় সব তথ্যই চলে যাচ্ছে।

রাজ সামানি বলেন, চুরির ঘটনাটি এমনভাবে ঘটে যে কেউ টেরই পায় না। কারণ, হ্যাকাররা প্রয়োজনীয় ফাইলটা কেবল কপি করে নেয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.