আমাদের কথা খুঁজে নিন

   

স্যাটেলাইট বসাবে হ্যাকাররা

পুরান আমি নব ভাবনায় বিভোর.. স্যাটেলাইট বসাবে হ্যাকাররা! ইন্টারনেট সেন্সরশিপ এড়াতে ও নিজেদের যোগাযোগ সহজ করতে এবার মহাকাশে নিজস্ব স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করেছে হ্যাকাররা। বার্লিনে অনুষ্ঠিত এক সম্মেলনে এ সিদ্ধান্ত নেয় হ্যাকাররা। তবে হ্যাকাররা একে অলাভজনক প্রকল্প হিসেবে উল্লেখ করেছে। এ স্যাটেলাইটটি তৈরি হবে খুবই কম বাজেটে এবং এর আকার হবে ছোট। গ্লোবাল গ্রিডের সংযোগ থাকবে এ স্যাটেলাইটের।

এ বিষয়ে জার্মানভিত্তিক ক্যাওস কম্পিউটার ল্যাবের মুখপাত্র নিক ফার জানান, আগামী আগস্টে এ প্রকল্পে সর্বসাধারণের অংশগ্রহণের আহ্বান জানানো হবে। এ স্যাটেলাইটের মাধ্যমে টেরিস্ট্রিয়াল নেটওয়ার্কও নিয়ন্ত্রণ সম্ভব হবে। যদিও এ প্রকল্প বন্ধের জন্য তোড়জোড় শুরু হয়েছে। এ প্রসঙ্গে ইউনিভার্সিটি অব সুরের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এলান উডওয়ার্ড জানান, হ্যাকাররা সহজে এ কাজটি করতে পারবে না। অপেশাদারভাবে লো-আর্থ-অরবিট স্যাটেলাইট করা যায় না।

প্রতি ৯০ মিনিট পরপর এতে গোলযোগ দেখা দেবে। সূত্র : বিবিসি ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।