প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের 'ভারতের মানুষ' আখ্যায়িত করে তাদের তীব্র সমালোচনা করেছেন সরকারের অন্যতম শরিক দল জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ফেনী নদী রক্ষার দাবিতে লংমার্চে গতকাল সোমবার মুন্সিগঞ্জের গজারিয়ায় এক পথসভায় তিনি বলেন, এসব উপদেষ্টা বাংলাদেশের না, তারা ভারতের মানুষ। তারা বাংলাদেশের কথা বলেন না, ভারতের কথা বলেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের বিভিন্ন বক্তব্যে প্রশ্ন জাগে- এমন মন্তব্য করে এরশাদ বলেন, এসব উপদেষ্টার কোনো দরকার নেই। পথসভায় এরশাদ বলেন, গত বছর সেপ্টেম্বরে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সফরের সময় তিস্তা ও ফেনী নদীর বিষয়ে চুক্তি হওয়ার কথা থাকলেও তা হয়নি। এরপর বলা হয়েছিল, শিগগিরই এসব বিষয়ে চুক্তি হবে। তারপর পাঁচ মাস পেরিয়ে গেলেও কোনো অগ্রগতি হলো না। এ ব্যাপারে সরকার সাহস করে কিছুই বলছে না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।