www.banasree.com গত কয়েকদিনের বিশেষ করে সি ও বি ব্লকে পানির আকাল বুঝে নাই এমন বাড়ী সংখ্যা নাই বললেই চলে। রামপুরা বনশ্রীতে এখন পানির জন্য হাহাকার..। ওয়াসায় লাইন ধরে পানির গাড়িতে করে পানি নিয়ে এসে তবেই স্বস্তি। কিন্ত ইহাকেই কি নাগরিক জীবন বলে? সরকার মশায়কে বলছি.আমরা কি অফিস, কোট কাছারি কিংবা ব্যবসা বানিজ্য বাদ দিয়া পানির পেছনে দৌড়াবো? গ্যাসের সমস্যার কারনে সিলিন্ডার গ্যাস ব্যাবহার করছি কিন্তু পানিহীন কিভাবে চলি? আমরা একটা টীম এই বনশ্রীকে ডিজিটাল বনশ্রী বানাতে চাই আর আমাদের যদি পানিতে আর গ্যাসে মারা হয় তাহলে আমরা কি শুধু সেই এনালগই নয় বরং আদিম যুগেই ফিরে যাবনা কি http://www.banasree.com
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।