বেচেঁ থাকার স্বাদ নিচ্ছি... সব ফুল ই ফুল যা কিনা সকল সৌন্দর্যের রুপায়ন আবার সব গোলাপ ই ফুল যাও কিনা সৌন্দর্যের কথা বলে কিন্তু সব ফুল ই কি গোলাপ ? গোলাপের পশ্ফুটিত হয়ে পেয়ে যায় তার পূর্ন জাগরিত যৌবানা রুপ.... বৃদ্ধকালে সেই গোলাপের ঝরে যাওয়া যেনো আরো একটি গোলাপের আগমনের মুখ দেখায় একটি গোলাপের ঝরা আর আরেকটির আগমন এই দুয়ে মিলে বাগানের খেলা মালি জানতেও পারলনা গোলাপের খেলাটি কি আমার কবিতা হয়ত ছন্নছারা মাতালের মতো কিন্তু এর চেয়ে বেশি বলার আমার অনুমতি নেই .........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।