যতোবার আমি শান্তি খুঁজেছি, ঠিক ততোবার আমার মাথায় শুধু একটি চিন্তাই এসেছে। সেটা হচ্ছে একটা ড্রিল মেশিন দিয়ে মাথার খুলিটা ফুটো করে দেওয়ার চিন্তা। আজকে আমার অতি প্রিয় একজন মানুষ, বন্ধু, দোস্ত, ভাই এর জন্মদিন। হাটি হাটি পা পা করে হয়েছিলো শুরু, ২৪ টা বছর শেষে এখন সে গদাম গদাম পা ফেলে এগিয়ে যাচ্ছে সামনে। ১ বছর ২ মাস আগে সামুতেও পা ফেলেছে একখানা। সেই পায়ের কেরামতি দেখেন এইখানে-ইলুসন যাই হোক, সবাই মিলে গুল্টু সোনাটাকে একটু আদর করে দিয়েন। জন্মদিন বলে কথা!!! বছরে বার বার তো আর আসেনা, একবারই আসে!!! সবশেষে ইলুসনকে আমার দেওয়া একটি গিফট এর ছবি- দুস্ত, তোর ফিডারটা পুরান হইয়া গেসিলো। তুই পুরান ফিডারে খাস, এই দৃশ্য আমার সহ্য হয়নাই। তাই এই বছর নতুন আরেকটা দিলাম।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।