simple বিকাল ৩টার দিকে যখন ঘুমিয়ে পরলাম তখন এই স্বপ্ন দেখলাম।
মুল ঘটনায় আসি……
বাসা থেকে বের হতে রাকিব(আস্ল নাম না) আমার সামনে পরে। সে এলাকার পরিচিত ছেলে। আমার সাথে কথা বলতে বলতে কিছুদুর সামনে যাওয়ার পর আমাকে জোর করে তুলে নিয়ে যাই তার এক পরিচিত রুমে। একটা ছেলে এই অবস্তায় যা করার তা করতে চেস্টা করছিল।
কিন্তু পারে নাই। আমার হাতে আমার মো্বাইলটা ছিল,মোবাইলটা ভেংগে পেলে। তার পরও কোন ভাবে চলছিল। আমি বার বার আমার প্রেমিককে ফোন দিতে চাইলাম কিন্তু ফোন দিতে পারলাম না। মাথায় বুদ্দ্বি আসছিল না কি করব?(বলে রাখি ছেলেটা অনেক মেধাবি ছিল কিন্তু আমি তাকে দেখলে ভীষন ভয় পাই) আমার মাথাই বুদ্দ্বি আসল ছেলেটার সাথে অভিনয় করতে হবে।
আমি ছেলেটাকে বললাম আমি তুমাকে অনেক অনেক ভালবাসি কিন্ত পরিবারের কারনে বলতে পারি না। তখন ছেলেটা আমাকে তার বাসায় নিয়ে যাই। বাসাই যাওয়ার পর তার ছোট বোন বিষয়টি বুঝতে পারে। তার ছোট বোন আমাকে খাওয়ার জন্য ইশারায় বার বার অনুরোধ করছিল কিন্তু আমি খাইতেছিলাম না। পরে আমকে তার ছোট বোন বলে চল আমরা কিচেনে যাই রান্না করব।
আমি রাজি হচ্ছিলাম না,আমাকে জোর করে নিয়ে যাই। রাকিবের বোন আমাকে বলে খাওয়ার মদ্দে বেহোশ হাওয়ার ঔষধ দেয়া হয়েছে তুমি আমার ভাইকে খাইয়ে দাও। আমি এবার খাইতে রাজি হলাম এবং রাকিবের কাছে গেলাম। আমি রাকিবকে বললাম আগে তুমি খাও। রাকিব রাজি হচ্ছিল না আমি জোর করে খাওয়াইলাম।
এবার আমাকে বলল খাইতে আমি একটূ পর খাব বললাম,এর মাঝে রাকিবের মা সামনে ছিল তিনি তা খেয়ে ফেললেন। তার বোন আমাকে বকা দিল তার মাকে কেন খাওয়ালাম বলে। আমি বললাম আমার কিছু করার ছিল না। রাকিবের বোন আমাকে বলল তুমি পালিয়ে যাও। আমি পরক্ষনে পালিয়ে গেলাম।
এই ভাবে একটা ভয়ংকর স্বপ্ন পার করলাম। (সত্য কথা বলতে ছেলেটাকে আমি অনেক ভয় পাই)
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।