আমাদের কথা খুঁজে নিন

   

বিকালের নাস্তা

দেশীয় স্বাদে ইতালীয় পাস্তা
উপকরণ : ফুলকপি ১ কাপ। গাজর ১ কাপ। বরবটি দেড় কাপ। টমেটো আধা কেজি। ক্যাপসিকাম ১টি।

কাঁচামরিচ ৪-৫টি। ধনিয়াপাতা কুঁচি ২ কাপ। শুকনামরিচ ২-৩টি। পাস্তা ২৫০ গ্রাম। অলিভ অয়েল।

গোলমরিচ ২ চা-চামচ। পেঁয়াজ আধা কাপ। কর্ন ফ্লাওয়ার ২ টেবিল-চামচ। লবণ স্বাদমতো।
পদ্ধতি : আগে পাস্তার জন্য সবজি তৈরি করতে হবে।

একটি ননস্টিক হাঁড়িতে ২ টেবিল-চামচ তেল নিন। তেল গরম হয়ে আসলে পেঁয়াজের সঙ্গে সবজিগুলো দিয়ে একটু নেড়ে লবণ দিয়ে ঢেকে দিন। বারবার ঢাকনা খুলে দেখুন সিদ্ধ হয়েছে কি না। একটু বেশি জ্বালে দিবেন আর কাঠের চামচ দিয়ে নাড়বেন। সবুজ থাকা অবস্থায়তেই সবজি নামিয়ে ফেলুন।

একটা আলাদা পাত্রে রেখে দিন।
এবার পাস্তা সিদ্ধ করুন। এই সময় একটু অলিভ অয়েল দেবেন। কারণ যখন পানি ঝরানোর জন্য ঝুড়িতে রাখবেন তখন একটার সঙ্গে আর একটা পাস্তা লেগে থাকবেন না। ঝরঝরা থাকবে।

সিদ্ধ হয়ে এলে পানি ঝরিয়ে একটা পাত্রে ছড়িয়ে রাখুন।
এবার টমেটোগুলো চারভাগ করে কাটুন। ননস্টিকের হাঁড়িতে ২ টেবিল-চামচ তেল নিয়ে তাতে টমেটোগুলো ছেড়ে দিন। চামচ দিয়ে নেড়ে রস বের করে টমেটোগুলো পেস্ট করে ফেলবেন। এখন গোলমরিচ আর লবণ স্বাদমতো দিয়ে, এতে সবজিগুলো ঢালুন।

নাড়াচাড়া দিয়ে ঢেকে রাখুন ৫ মিনিট। এখন কর্ণ ফ্লাওয়ার ঠান্ডা পানিতে গুলিয়ে এতে দিয়ে আরও ৫ মিনিট রেখে নামিয়ে ফেলুন।
একটি কড়াইয়ে ১ টেবিল চামচ অলিভ অয়েল দিয়ে একটু গরম করুন। তাতে শুকনামরিচগুলো দিন। ভাজাভাজা হয়ে গেলে পাস্তা ঢেলে সঙ্গে কুঁচি করা ধনিয়াপাতা দিয়ে হালকা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলুন।


পাস্তা আর সবজি একসঙ্গে পরিবেশন করুন।
ওনথন উপকরণ : মাংসের কিমা ২৫০ গ্রাম। মটরশুঁটি ১ কাপ। পেঁয়াজ ১ কাপ। আদা বাটা ২ টেবিল-চামচ।

রসুন বাটা ২ টেবিল-চামচ। আটা ২ কাপ। চিনি ১ টেবিল-চামচ। তেল ২ কাপ। কাঁচামরিচ ৬-৭টি।

লবণ স্বাদমতো। পদ্ধতি : রান্নার পাত্রে আধা কাপ তেল গরম করে তাতে আদা, রসুন বাটা আর কিমাগুলো দিয়ে ঢেকে দিন। বারবার নাড়তে থাকুন। যখন মাংসের কিমা মোটামুটি সিদ্ধ হয়ে আসবে তখন পেঁয়াজ কুঁচি, গোলগোল করে কাটা কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিন। এবার ৫-৮ মিনিট রেখে নামিয়ে ফেলুন।


২ কাপ আটায় আধা কাপ পানি দিয়ে ভালো করে খামির তৈরি করুন। একটু স্বাদমতো লবণ আর চিনি দিন। ছোট ছোট আকারে রুটি তৈরি করুন।
চুলায় তেল গরম বসান। এই ফাঁকে একটি রুটি নিয়ে তাতে অল্প কিছু কিমা দিয়ে একটা প্যাঁচানো পোটলার মতো তৈরি করুন (ছবির মতো)।

এক দিকে পুর আর বাকি অংশটি ভাজ-ভাজ হয়ে থাকবে।
এবার তেলে ভাজতে দিন। খেয়াল রাখবেন বেশি ভাজা যেন না হয়। রং হালকা সাদা-বাদামি হয়ে আসলে নামিয়ে আনুন তেল থেকে।
সস বা স্যুপের সঙ্গে পরিবেশন করতে পারেন।


সমন্বয়ে : ইশরাত মৌরি

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।