আমাদের কথা খুঁজে নিন

   

স্বামীর বেতন স্ত্রীর অ্যাকাউন্টে

মেয়েদের বয়স এবং ছেলেদের বেতন নিয়ে লুকোচুরির মজার মজার সব কথা প্রচলিত আছে। কিন্তু বিয়ের পর সাধারণত স্ত্রীর বয়স আর স্বামীর কাছে অজানা থাকে না। বেতন নিয়ে অবশ্য স্ত্রীর কাছে স্বামীর লুকোচুরি থাকতেও পারে। ইন্দোনেশিয়ার একটি দ্বীপের সরকারি চাকরিজীবী পুরুষদের মধ্যে এ অভ্যাস মারাত্মক আকার ধারণ করেছে। তাঁরা নাকি স্ত্রীদের কাছে বেতনের কথা লুকিয়ে অন্য নারীর পেছনে খরচ করছেন।

আর তাই বিবাহবহির্ভূত সম্পর্ক ঠেকাতে চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবী পুরুষদের বেতন তাঁদের স্ত্রীদের ব্যাংক হিসাবে (অ্যাকাউন্ট) পাঠানো শুরু করেছে সেখানকার স্থানীয় সরকার। দেশটির উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে এ ব্যবস্থা নিয়েছে সরকার। সেখানকার গোরোন্তালো প্রশাসন চলতি বছরের শুরুর দিকে তিন হাজার ২০০ সরকারি চাকরিজীবীর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। এ প্রেক্ষাপটে চলতি সপ্তাহে এ ব্যবস্থা নেওয়া হলো। সরকারের মুখপাত্র রিফলি কাতিলি বলেন, 'পুরুষের পকেট যদি বেশি ভারি হয় তাহলে তাঁরা সাধারণত অভ্যাস নিয়ন্ত্রণ করতে পারে না।

আমি নিশ্চিত, নতুন এ ব্যবস্থার ফলে পুরুষের বিবাহবহির্ভূত সম্পর্ক কমবে। আর তাতে স্ত্রী-সন্তানরা অবহেলিত হবে না। ' কাতিলি জানান, ৯০ শতাংশ কর্মী স্বেচ্ছায় এ পদক্ষেপে সাড়া দিয়েছে। এ ব্যবস্থায় ক্ষমতায়নের পাশাপাশি নারীরা সংসারের খরচাপাতি নিয়ে বাজেট ব্যবস্থাপনাও শিখতে পারবে বলে তিনি মন্তব্য করেন। কালিতি বলেন, অনেক নারী গভর্নরের কাছে অভিযোগ করেছে যে তাদের স্বামীরা পুরো বেতনের কথা তাদের কাছে লুকিয়ে রাখে।

তবে ঠিক কতজন সরকারি চাকরিজীবী পুরুষ তাদের স্ত্রীদের সঙ্গে প্রতারণা করেছে তা তিনি জানাতে পারেননি। তিনি বলেন, 'এ ব্যাপারে আমরা আসলে কোনো জরিপ চালিয়ে দেখিনি। ' সূত্র : এএফপি। Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।