আমাদের কথা খুঁজে নিন

   

বাংলাদেশে যুক্তরাস্ট্রের বিশেষ বাহিনী মোতায়েন?

প্রহর শেষের আলোয় রাঙ্গা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ! আজ কালের কন্ঠ পেপারে একটা খবর পড়ে তো আমার মাথা আউট। খবরে বলা হয়েছে যুক্তরাস্ট্রের বিশেষ বাহিনীর এক বা একাধিক দল বাংলাদেশে !!! সন্ত্রাস বিরোধী অভিযানের অংশ হিসেবে তারা এখানে আছে বলে পেন্টাগনের এক কর্মকর্তা জানিয়েছে। তবে তারা কবে এসেছে কিংবা কতদিন থাকবে এব্যপারে কিছু জানায়নি।বাংলাদেশ ছাড়াও ভারত, মালদীপ, শ্রীলংকা ও নেপালে তারা অবস্থান করছে। এব্যপারে ঢাকায় মার্কিন দুটাবাসের তথ্য কর্মকর্তা প্যট্রিসিয়া হিল বলেন, আ্যডমিরাল উইলার্ড ইতিমধ্যে বলেছেন, যুক্তরাস্ট্রের বিশেষ বাহিনী বাংলাদেশ সরকারকে কিভাবে সাহায্য করছে। এব্যপারে যোগ করার মত আমার কাছে কোনো তথ্য নেই।তবে কুটনৈতিক সুত্রগুলো জানায়,"বিশেষ বাহিনী মোতায়েন আছে" আ্যডমিরাল উইলার্ড হয়তো এমনতা বোঝাতে চাননি। তিনি হয়তো বোঝতে চেয়েছেন যে বাহিনীগুলো ঐ দেশ গুলোকে সহোযোগীটা করছে, যা গোপন কিছু নয়...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.