অপূর্ণতার মাঝে পূর্ণতা খুঁজি,এসো নতুন করে জীবনের মানে বুঝি.... শুভকামনা রইলো তোমার প্রতি হবেই তুমি কীর্তিমতী। জাগো হে বহ্নি শিখা জাগো সকল বাঁধা ছিন্ন করে, জাগো হে বহ্নি শিখা জাগো। উড়াও তোমার জয়ের কেতন আসবে এবার রঙিন ফাগুন। বাঁশি বাজুক না, চঞ্চলো গতি হাঁসি ফুটুক পূর্ণ জ্যোতি। শুভ্র প্রাণে জ্বলুক আলো কাটুক যত ধুম্র কালো, থেকো তুমি সর্বদা ভাল। জাগবেই জীবন ফাগুন সাজে পূর্ণতা আসবেই জীবন মাঝে। উৎসর্গঃ আমার ভাগ্নি জেরিন সাইমা কে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।