নিঃস্ব বুঝে রিক্তের আর্তচিৎকার, সবল তা না বুঝে করে ভুল বিচার। মনের রোগে শরীর হয় ছারখার, একাকিত্বের এই কি রূপ ব্যবহার। আমি কি এমনই খারাপ হয়ে গেছি, আমি কি আপনপর সবই ভুলেছি। তবে কেন ঢ়ি ঢ়ি ছড়ায় ও পরবাসী। তবে কেন অযত্নে অবহেলায় বাশী। ভালবেসেছি অপরাধে জানে মেরো না, বলে যেতে হবেই তাকে শুভকামনা। মুখ বুঝে সয়ে যাব হাজার বঞ্চনা, হৃদ মাঝে আঁকা ছবি মুছতে দেবনা। বেলতলায় ন্যারার নির্বাক ক্রন্দন, নিজ সম্মান কার পায়েতে সমর্পণ!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।