আমাদের কথা খুঁজে নিন

   

শুভকামনা আর্জেন্টিনা।

সামুতে বারবার ইসলাম ধর্মকে অবমাননা করলেও কর্তৃপক্ষের নিশ্চুপ থাকার বিরুদ্ধে প্রতিবাদ হিসাবে ব্লগিং বন্ধ করলাম এখানে। ধিক্কার সামুর কর্তৃপক্ষকে
আজকে আমার প্রিয় দল আর্জেন্টিনার খেলা। প্রায় সমানে সমান শক্তিতে ভরপুর দু'টি দলের খেলা। একদিকে আর্জেন্টিনার কাছে গত বিশ্বকাপের প্রতিশোধ নিয়ে বিশ্বকাপ অর্জনের পথে এগিয়ে যাওয়া, অন্যদিকে জার্মানীর কাছে আগের ইতিহাসের পুনরাবৃত্তি ঘটনা। খেলা যে হাড্ডাহাড্ডি হবে, এটা বলার অপেক্ষা রাখে না, সাথে দু'দলেরই থাকবে স্নায়ুবিক চাপ, নিজ নিজ দলের সমর্থকদের প্রত্যাশার চাপ।

এগুলোকে দুরে থেকে যারা নান্দনিক ফুটবল আর ক্ষীপ্রতা দেখাতে পারবে, নৈপূন্যের মায়াজালে যারাই শ্রেষ্ঠত্ব দেখাবে, সেই আজ বিজয়ী হবে। আর আমি মনে করি আর্জেন্টিনার এই সবকিছুই আছে। খুব সুন্দর একটা খেলা সবাই উপভোগ করবে, আশা করছি। কালকের ব্রাজিলের খেলার মত গায়ের জোরের খেলা যেন আর্জেন্টিনা-জার্মানী না খেলে, এটাও আশা রইলো। দেখা যাক, খেলার মাঠে কে জয়ী হয়, কারন দু'দল সবসময় খেলে, জেতে একদল, এই চিরন্তন সত্যকে বাস্তবায়িত করবে আর্জেন্টিনা, জয়ী দল হিসাবে, এই শুভকামনা রইলো।

নান্দনিক ফুটবলের জয় হোক, গুডলাক আর্জেন্টিনা। শেষে সকল দলের সমর্থকদের কাছে অনুরোধ, নিজ পছন্দের দলকে সাপোর্টের পাশাপাশি অন্যসকল দলকেও সন্মান করুন, তাদের সমর্থকদেরকেও সন্মান দিন। আমরা এই খেলা নিয়ে যা শুরু করছি, সেই আমাদের বিম্পী-বাল সমর্থকদের চেয়ে কোন অংশে খারাপ না। খেলার জয় পরাজয় থাকবেই, কিন্তু সেটা মেনে নেবার মানসিকতা অর্জন করতে শিখুন, হয়ত আমাদের হুজুগেপনা এভাবেই একদিন কমে যাবে।
 


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।