অনেকেই জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণ-সম্পর্কিত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনা কালে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুর মন্তব্যে আপত্তি জানিয়েছেন। আমিও প্রথমে এই মন্তব্যের বিপক্ষে ছিলাম। পরে অনেক ভেবে দেখলাম আসলে তিনি ঠিকই বলেছেন। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর মতো এতো বড় দায়ীত্বে থাকা মন্ত্রী কি আর ভুল বলতে পারেন। শুধুমাত্র সামান্য একটি নামের হের ফের হয়েছে। একজন খ্যাতিমান উকিল হেসেবে তিনি জানেন ইতোমধ্যেই হাইকোর্ট তাকে (নেত্রীকে) মানসিক বিকার গ্রস্ত (রং হেডেড) বলে রায় দিয়েছে। তিনি সেকথাই জাতীয় সংসদে আবার মনে করিয়ে দিতে চেয়েছিলেন। আর ঠিক সেই সময় ঘুমের ঘোরে (অনেকেই জানেন আমাদের মন্ত্রীরা সংসদে শুধু ঘুমান, এমনকি একজন আরেকজনের কাধে মাথা রেখে পর্যন্ত ঘুমান) তিনি শেখ হাসিনা ওয়াজেদের নামের বদলে ভুল ক্রমে খালেদা জিয়ার নাম বলে ফেলেছেন। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমরা তাকে ক্ষমা করতেই পারি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।