আমাদের কথা খুঁজে নিন

   

তাদের জাহান্নাম যেন কবর থেকেই শুরু হয়

I love politics. I want death of those who killed our Army officers. ৪৮ ঘন্টা সময় দিয়েছিলেন 'so called' স্বরাষ্ট্রমন্ত্রী। ৪৮ ঘন্টার তদন্ত যদি ১৮ দিনেও ফয়সালা না হয় তাহলে সেই স্বরাষ্ট্রমন্ত্রীর গদিতে থাকার দরকারটা কি? এই হত্যার ঘটনা আর কয়দিন পরেই ১মাস হবে। এখনও পর্যন্ত কেউই ধরা পরলোনা। আমার মনে হচ্ছে ধামাচাপা দেওয়ার এক প্রচেষ্টা চলছে। এর পিছনে অবশ্যই প্রভাবশালী সমাজ জড়িত।

প্রভাবশালীরা কি সরকারের কেউ যার জন্য এত টালবাহানা শুরু হয়েছে? আর পুলিশ সমানে বলেই বেড়াচ্ছে যে এটি ডাকাতি ছিল। আমার প্রশ্ন, পুলিশ যদি এখন বলেই থাকে যে খুনিরা ডাকাতি করতে এসছিল, এবং খুনিরা কড়া নজরদারিতেই আছে, তাহলে পুলিশ এদেরকে ধরছেনা কেন? কিসের জন্য পুলিশ এত টালবাহানা করছে? ডাকাতদের ধরতেই পুলিশের ১০০% নিশ্চিত হতে হচ্ছে কেন? আসলে এসব কিছুই না। আমারতো মনে হয় পুলিশ খুব ভাল ভাবেই যানে কে বা কারা খুন করেছে। আমার প্রশ্ন, মেঘকে কেন এতিম হতে হলো? মেঘকে কেন দুনিয়া থেকে তার আদরের বাবা-মা'কে এত ছোট বয়সে হারাতে হলো? মেঘের ছবি প্রতিনিয়ত দেখি আর কেঁদে ফেলি। নিজেকে সামলাতে পারিনা।

সহ্য করতে পারিনা ছোট্ট বাচ্চাটার দিকে চেয়ে। খুনীদের যেভাবেই হোক বের করতেই হবে সেটা যেটার বিনিময়েই হোক। আর কেন খুন হলো এই সাংবাদিক দম্পতি সেটার রহস্যও খুজে বের করতে হবে যত বাধা বিপত্তিই আসুক। আমি মনে করি যারা খুনি শুধু তাদের নয়, যারা খুনিদের পলান করে এই খুন করিয়েছে তাদেরকেও শাস্তি পেতে হবে। সেটা যত ভয়াবহ শাস্তিই হোক।

যারা জড়িত তাদেরকেতো একদিন না একদিন কবরে যেতে হবে। অভিশাপ দিলাম তাদের জাহান্নাম যেন কবর থেকেই শুরু হয়। আমি এখন যে কথাটা বলবো তা তে কেউ ঘাবড়ে যাবেননা। একটি স্বাধীন দেশে থেকে যেভাবে নিরীহ লোকদের মরতে হয় সেই দেশে আবার কিসের যুদ্ধপরাধীদের বিচার? স্বাধীন দেশে নিরীহ মানুষরা কেন খুন হলো সেটার বিচার আগে হবার দরকার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.