ভালবাসি ভালো ভালো কাজ করতে। সৎ ভাবে জীবন জাপন করতে ঝিনাইদহ সদর ও শৈলকুপা উপজেলার দুই ইউনিয়নের চার গ্রামবাসীদের মধ্যে ছাত্রী উত্ত্যক্তের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকাল ৭টায় এ সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে ১০ জনকে বিভিন্ন কিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ সংঘর্ষ থামাতে একাধিক রাউন্ড টিয়ার শেল নিক্ষেপ করে।
এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীদের চরম দুর্ভোগে পড়তে হয়।
ঝিনাইদহ সদর থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক (এসআই) মুনির হোসেন নতুনখবরকে জানান, ঝিনাইদহের আমতলা নামক স্থানে বুধবার মোকিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করা নিয়ে ঘটনার সূত্রপাত।
তিনি আরো জানান, এ ঘটনা নিয়ে সদর উপজেলার চরখাজুরা ও শৈলকুপা উপজেলার কুলচারা গ্রামবাসীর মধ্যে বুধবার সন্ধ্যায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকাল ৭টার দিকে আমতলা নামকস্থানে চর-খাজুরা, খাজুরা, সাত কুলচোরাসহ চারটি গ্রামের মানুষ রামদা, ঢাল-সড়কি ও ইটপাটকেল নিয়ে ব্যাপক সংঘর্ষে লিপ্ত হয়।
হরিণাকুন্ডু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দীন নতুনখবরকে জানান, এ সময় ঝিনাইদহ-কুষ্টিয়া সড়কে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে হরিণাকুন্ডু, শৈলকুপা ও ঝিনাইদহ শহর থেকে পুলিশ পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করলে সংঘর্ষরত গ্রামবাসী ছত্রভঙ্গ হয়ে যায়।
এ বিষয়ে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বারী নতুনখবরকে জানান, ঠিক কতজন আহত হয়েছে তার পরিসংখ্যান তদের কাছে নেই। তবে ইটপাটকেলের আঘাতে উভয় পক্ষের ১০/১৫ জন কমবেশি আহত হতে পারে।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান নতুনখবরকে জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। ঘটনাস্থলে তিন থানার পুলিশ মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে এখনো থানায় মামলা হয়নি বলে ঝিনাইদহ সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার নজরুল ইসলাম নতুনখবরকে বিষয়টি নিশ্চিত করেন।
সূত্র: নতুনখবর.কম ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।