বুধবার সকালে শংকরপুর গ্রামে উজ্জ্বল হোসেন (৩৪) ও আসাদুল মন্ডলের (৩২) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
উজ্জ্বল সদর উপজেলার হাজীডাঙ্গার গ্রামের সাদেক হোসেন মন্ডলের এবং আসাদুল একই গ্রামের আলি বকস মন্ডলের ছেলে।
এরা দুজনই চরমপন্থী সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ) শীর্ষ ক্যাডার বলে জানান ঝিনাইদহের পুলিশ সুপার মো. আলতাফ হোসেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাতে তাদেরকে গলায় ফাঁস দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
উজ্জ্বলের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও চাঁদাবাজির পাঁচটি এবং আসাদুলের বিরুদ্ধে হত্যাসহ দুটি মামলা রয়েছে।
ধারণা করা হচ্ছে, দলের নেতৃত্ব নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে এদের খুন করা হয়েছে।
পুলিশ সুপার আরো বলেন, এরা জনযুদ্ধ প্রধান আব্দুর রশিদ মালিথা ওরফে দাদা তপনের সঙ্গী ছিলেন।
লাশ ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।