বুধবার দুপুর আড়াইটার দিকে এ সংঘর্ষে পুলিশসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
পুলিশ সুপার আলতাফ হোসেন বলেন, যশোর রোডে পুলিশ লাইন থেকে একটু দূরে ছাত্র শিবির মহসড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ আবরোধ তুলতে গেলে সংঘর্ষ বেঁধে যায়।
“শিবির পুলিশকে লক্ষ্য করে ইট ও হাতবোমা নিক্ষেপ করে। পুলিশ ১৬ রাউন্ড শটগানের গুলি বর্ষণ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।”
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসানুজ্জামান দাবি করেন, শিবিরের ইটের আঘাতে এসআই শাহরিয়ার, এসআই এমদাদসহ তিন কনস্টেবল আহত হয়েছেন।
ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আবু হাসান নামে এক শিবিরকর্মীকে গ্রেপ্তার করে সদর হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
শিবিরের ঝিনাইদহ শহর কমিটির দপ্তর সম্পাদক এরশাদ আলি দাবি করেছেন, তাদের দু’জন গুলিবিদ্ধসহ ১২ জন আহত হয়েছে।
নাশকতা এড়াতে শহরজুড়ে পুলিশ ও বিজিবি টহল দিচ্ছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।