ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলায় বিএনপির সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল হোসেন হত্যার প্রতিবাদে ১৮ দলীয় জোটের ডাকে আজ বুধবার জেলার ৬টি উপজেলায় সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
জানা যায়, হরতালের শুরুতে জেলার ভেতর দিয়ে দূরপাল্লার যানবাহন চলাচল বন্ধ রয়েছে। তবে অভ্যন্তরীণ রুটে ট্রাক, বেবি টেক্সিসহ ছোটখাট পরিবহন চলছে। শহরের অভ্যন্তরীণ রুট ও দূরপাল্লার সকল যানবাহন চলাচল ও দোকানপাট বন্ধ রয়েছে।
হরতালে নাশকতা এড়াতে শহরের মোড়ে মোড়ে অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন রয়েছে।
এছাড়া কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপা শহরেও খণ্ড খণ্ড মিছিল করেছে বিএনপি নেতাকর্মীরা।
এদিকে, আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কায় পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত হরিণাকুণ্ডু উপজেলা শহরে সোমবার সন্ধ্যা থেকে ১৪৪ ধারা বলবৎ রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।