অবরোধের সমর্থনে ঝিনাইদহের মহেশপুরে রাস্তায় পিকেটিং করার সময় উজ্জল, রুবেল ও সামারুল নামে তিন শিবিরকর্মীকে আটক করে এক মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ মঙ্গলবার সকালে তাদেরকে উপজেলার খালিশপুর বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। পরে ঝিনাইদহের নির্বাহী মেজিস্ট্রেট বদিউজ্জামানের ভ্রাম্যমাণ আদালত আটক শিবির কর্মীদের প্রত্যেককে এক মাস করে জেল প্রদান করে।মহেশপুর থানার ওসি আকরাম হোসেন জানান, সকালে গাড়ি ভাঙচুর ও নাশকতার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের এক মাসের জেল প্রদান করেন।
এদিকে, আজ দুপুর সাড়ে ১২টার সময় জেলার কোটচাঁদপুর শহরের মেইন বাসস্ট্যান্ডে বিএনপির কর্মীরা দু'টি ট্রাক ভাঙচুর করেছে। এছাড়া কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মসিউর রহমানের নেতৃত্বে জেলা শহরে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।