আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখি

“_____________” কি লিখি যখনই ভাবি তোমাকে নিয়ে কবিতা লিখব একটা, বন্দী শব্দেরা শিকল ভেঙে পালিয়ে যায়; কিছুতেই ফেরাতে পারিনা আর। বড়সড় কবিতার বইয়ের মাঝে শব্দ খুজি; মিছেমিছিই মোটা দাগ কাটি বইয়ের পাতায়, তবু কোন শব্দ হৃদয়ে দাগ কাটে না আমার। সুন্দর শব্দগুলো সব চোখের তারায় লুকিয়েছে, কত ভালোবাসি তোমাকে বোঝাবো কোন ভাষায় ; বড় অসহায় লাগে শব্দ ছাড়া। একবারটি এই চোখের দিকে তাকাও; এত আবেগ পাবে না পৃথিবীর কোন কবিতায়, কোন শব্দ হবে না এমন হৃদয়কাড়া। উৎসর্গ: এত ভাব নিয়ে লেখার পরও যারা বলে, "এইডা কি লিখলা? রতন পাগলার ডায়লগ মনে হইতাছে।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।