আমাদের কথা খুঁজে নিন

   

কি লিখি...........



এই ব্লগে এসে আমি যেন সেই কত ছোটবেলার দিনে ফিরে গেছি। যখন প্রতিদিন কিছু না আঁকলে মনটা কেমন আনচান করত। তখন যা পাচ্ছি, যাকে পাচ্ছি তাকেই আঁকছি। এখনও হয়েছে সেই দশা! কি লিখি, কি লিখি!!! একবার ভাবলাম আজ না হয় নাই লিখলাম! লেখার মধ্যেতো খালি ডাইরী লিখতাম! (একবার জলপাইগুড়িতে বন্ধুদের পাল্লায় পরে গল্প লেখারও চেষ্টা হয়। ) এখানে এসে প্রথম দেখলাম আমার লেখাও কারো কারো ভাল লাগে।

সত্যি বলতে ডাইরীই হচ্ছে আমার প্রাণের বন্ধু। তার মতো আমার আর বন্ধু নেই! তাকে যে প্রতিদিনের কথা বলছি, তেমনও নয়। তবু কিছু হলেই, যেমন–আনন্দ হোক, বা দুঃখ হোক, খুলে বসি। মন খারাপ! আচ্ছা, কেউ তোমায় আঘাত দিল-তাকে কিছু বলতে পারনি! বেচারা ডাইরীকে তখন যে আমার কত বক্‌ বক্‌ শুনতে হয়! সে বেচারা দু’হাত তুলে পালাতে পারলে বাঁচে। কিন্তু থোরী আমি তাকে ছাড়ি! কোলে একেবারে এটে নিয়ে বসে বক্‌ বক্‌, মানে খস্‌ খস্‌ করে লিখে তার বারটা বাজাই।

অথচ এখন ব্লগে বাংলায় লিখতে পেরে তাকে পর্যন্ত ভুলেছি! ভাবা যায়! সে বেচারা যদিও এখন খানিকটা হাঁফ ছেড়ে বেঁচেছে। কিন্তু কথা হচ্ছে ব্লগেই বা কি লিখি? তাই ভাবছি আমার ‘মেয়েবেলার’ কিছু স্মৃতি লিখবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।