এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
নাফিসের ১ম সূত্র: স্বঘোষিত ব্লগ-বিজ্ঞানী নাফিস ইফতেখার ২০১০ সালের ২৪ মে ডেটিংয়ে থাকা অবস্থায়, মোবাইল টিপে-টিপে ব্লগ ব্রাউজ করার সময় মাথায় গার্লফ্রেন্ডের গাট্টা পড়ার পর ক্ষণিকের দিব্য দৃষ্টিতে পোস্টের হিট ও প্লাস সংখ্যার মধ্যে সম্পর্কটি দেখতে পান। ২০১১-তে প্লাস বাটন লুপ্ত হওয়ার পর, নাফিস সূত্রটিকে 'ভালো লাগা' দিয়ে প্রকাশের সিদ্ধান্ত নেন। সূত্রটি নিম্নরূপ:
বাহ্যিক কোন প্রভাবক কাজ না করলে পোস্ট 'ভালো লাগা'র সংখ্যা পোস্টের হিটের সমানুপাতে ও পোস্ট প্রকাশের পর অতিবাহিত সময়কালের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। - সুম্মা আমিন
সুতরাং যদি ভালো লাগার সংখ্যা VL এবং পোস্ট প্রকাশের পর অতিবাহিত সময়কে t ধরা হয় তাহলে-
এখানে hk হচ্ছে 'হ্যাক ধ্রুবক' যার মান সামহোয়্যারের সব ব্লগারের নিক হ্যাক হওয়ার ওপর নির্ভর করে।
নাফিসের ২য় সূত্র: ২০১০ সাল ছিলো ব্লগস্টার নাফিস ইফতেখারের জন্য একটি ঘটনাময় বছর।
বছরের মাঝামাঝি লন্ডনে Bloggers Conference যোগদান শেষে দেশে ফেরার সময় দুবাইতে ট্রানজিটে আটকে এয়ারপোর্ট থেকেই ব্লগে ঢুকে টাস্কি খান নাফিস- ব্লগে নিজের বিয়ের সংবাদ সংক্রান্ত একটি পোস্ট ও তার কমেন্ট দেখে।
নাফিস প্রসব করেন তার ২য় ব্লগ সূত্র-
কোন ব্লগীয় নিকের অতীত বা বর্তমানের কোন সিনিয়র ব্লগারের (পুরান পাপী) ডবল নিক হওয়ার সম্ভাব্যতা ওই নিকে প্রকাশিত পোস্ট সংখ্যার ব্যস্তানুপাতে এবং পরপর দু’টি পোস্টের গড় সময় ব্যবধানের সমানুপাতে পরিবর্তিত হয়। - সুম্মা আমিন
অর্থাৎ, যদি কোন নিকে পোস্ট সংখ্যা হয় n এবং ডবল নিক হওয়ার সম্ভবনাকে যদি P দিয়ে প্রকাশ করি, তাহলে-
এখানে ‘ত্রিভুজ’-এর ন্যায় ডেলটা (Δ) চিহ্নটি হচ্ছে মগবাজার ধ্রুবক। এর মান অনলাইন ব্লগারের সংখ্যা, পোস্টের বিষয়বস্তুর আপাত গুরুত্ব এবং টার্গেটেড ব্লগারের হিটের ওপর নির্ভর করে। - সুম্মা আমিন
নাফিসের ৩য় সূত্র: সম্প্রতি একটি পোস্ট দ্রুতই প্রথম পাতা থেকে হারিয়ে যাওয়ার রাগে-দুঃখে ব্লগীয় ৩য় সূত্রটি আবিষ্কার করেন বিজ্ঞানী নাফিস।
সূত্রটি নিম্নরূপ-
প্রথম পাতায় পোস্টের ক্রম পতনের বেগ অনলাইন ব্লগারের সংখ্যার সমানুপাতিক এবং তা সূর্যোদয় থেকে রাত ১২টা পর্যন্ত সময়ে প্রকাশিত হলে ঘড়ির ঘন্টার কাঁটার সংখ্যার সমানুপাতিক এবং রাত ১২টার পর থেকে সুর্যোদয়ের মধ্যের সময়কালে প্রকাশিত হলে ঘড়ির ঘন্টার কাঁটার সংখ্যার ব্যস্তানুপাতিক। - সুম্মা আমিন
অর্থাৎ পোস্টের প্রথম পাতা থেকে ক্রমপতনের বেগ V, অনলাইন ব্লগারের সংখ্যা Ω এবং ঘড়ির ঘন্টার কাঁটার মান T হলে-
ম্যাৎকার সিদ্ধান্ত (বোনাস): গদাম দেয়ার পর ছাগুর ম্যাৎকার ধ্বণির তীব্রতা অতিক্রান্ত দূরত্বের ব্যস্তানুপাতিক এবং গদাম শক্তির সমানুপাতিক। - সুম্মা আমিন
একটি নাফিস ইফতেখার ল্যাবরেটরি গবেষণা, ২০১২
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।