সাকিব'কে নিয়ে একটা লম্বা - চওড়া ব্লগ লেখার স্বাধ আছে। সময় নিয়ে একদিন লিখব। তবে আজ এই মুহুর্তে বলতে চাই, সাকিব'ই এই মুহুর্তে বিশ্বে'র সেরা খেলোয়ার। ওয়ান ডে আর টেষ্ট ক্রিকেট'র সেরা অলরাউন্ডারতো বটেই সে টি২০'র ও সেরা অলরাউন্ডার।
আর একটা কথা আমি ঘোষনা করতে চাই, "সাকিব এই মুহুর্তে বিশ্বের সেরা অধিনায়ক।
" অনেকে হয়তো একমত হবেননা। কিন্তু পরিসংক্ষানে যারা বিশ্বাসি তারা একটু ভেবে দেখুন যারা খুব ভালো/ সফল অধিনায়ক তাদের ঝুলিতে কোন মানের খেলোয়ার ছিল এবং সেই খেলোয়ারদের ব্যাটিং এবং বোলিং গড় কত। কাদের নিয়ে আজ তারা সফল।
এবার দেখুন সাকিবে'র ব্যাক্তিগত রেকর্ড এবং অধিনায়ক হিসেবে সাফল্য। তারপর দেখুন তার এ সাফল্য'র পিছনে দলের সহযোদ্ধা'দের ভুমিকা কতটুকু।
সেই খেলোয়ারদের ব্যাটিং এবং বোলিং গড় কত। সাকিব অধিনায়ক হিসেবে যা কিছুই অর্জন করেছে তা কাদের নিয়ে করেছে। সাকিবে'র যতটুকু'ই সাফল্য তা তার জন্মগত প্রতিভার'ই ফসল। ক্রিকেট'টা আসলই সে খুব ভালো বোঝে।
দুর্ভাগ্য, সাকিব বাংলাদেশ ক্রিকেট দলে'র অধিনায়ক না।
মুসফিক ভালো ব্যাটসম্যান, স্বিকার করি। কিন্তু অধিনায়ক হিসবে সাকিবে'র চাইতে ভালো, এটা আমি মানছি না।
যাই হোক। বিপিএলে'র সেরাদের সেরা সাকিব'কে আমার সালাম। বাংলাদেশ এখনও জানেই না কি অনন্য অসাধারন এক সন্তান সে জন্ম দিয়েছে।
সাকিব আমাদের অহংকার। সাকিব তুমি এগিয়ে যাও। আমরা আছি তোমার সাথে..............।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।