গত ২ ফেব্রুয়ারি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে ঢাকা গ্ল্যাডিয়েটর্স ও চট্টগ্রাম কিংসের ম্যাচটি নানা প্রশ্নের জন্ম দিয়েছিল। বিপিএল গভার্নিং কাউন্সিল ও টুর্নামেন্টের দুর্নীতি দমন ও নিরাপত্তা ইউনিটসহ সংশ্লিষ্টরা অবশ্য ঐ ম্যাচ নিয়ে সব অভিযোগ উড়িয়ে দিয়েছিল তখন।
খেলা শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে মোহাম্মদ আশরাফুলকে অধিনায়ক করে একাদশ গড়ে ঢাকা গ্ল্যাডিয়েটর্স। যদিও গ্ল্যাডিয়েটর্সের কোচ ইয়ান পন্ট ও নিয়মিত অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এই সিদ্ধান্ত সম্পর্কে সম্পূর্ণ অন্ধকারে ছিলেন।
টস জিতে আশরাফুলের ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ও লক্ষ্য তাড়া করতে নেমে তার শ্লথ ব্যাটিং অনেকের সন্দেহ বাড়িয়ে দেয়।
সেই ম্যাচে ১৪২ রান করেও ৫৪ রানে জেতে আগের ছয় ম্যাচের পাঁচটিতেই হেরে যাওয়া চট্টগ্রাম কিংস। পুরো ২০ ওভার খেললেও ৮ উইকেটে ৮৮ রানের বেশি করেনি গ্ল্যাডিয়েটর্স।
এই ম্যাচ নিয়েই আকসু কর্মকর্তারা ঢাকা ও চট্টগ্রামের স্থানীয় ও বিদেশি ক্রিকেটারদের সঙ্গে কথা বলছেন। আশরাফুল জানিয়েছেন, তাকে দুবার ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করেছে আকসু কর্মকর্তারা।
এ প্রসঙ্গে বিপিএলে দুই আসরেরই চ্যাম্পিয়ন ঢাকা গ্ল্যাডিয়েটর্সের মালিক সেলিম চৌধুরী বলেন, “ঢাকার কেউ ম্যাচ পাতানোর সঙ্গে যুক্ত নয়।
ফ্র্যাঞ্চাইজির কোনো কর্মকর্তাকে আকসু জিজ্ঞাসাবাদও করেনি। ”
“বিসিবির এটাকে (ম্যাচ পাতানোর অভিযোগ) গুরুত্ব দিয়ে দেখা উচিৎ। একটি মহল বিপিএলের সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। প্রয়োজনে আমরা নিজেরাই এটা তদন্ত করে দেখবো। ”
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।