আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএলের দলগুলোর প্রতি হুঁশিয়ারি

শুক্রবার মিরপুর সাহারা-বিসিবি জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি মাঠে বিসিবি সভাপতি নাজমুল হাসান বলেন, “চুক্তি অনুযায়ী অর্থ পরিশোধের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলোকে আমরা শেষ সুযোগ দিচ্ছি। দলগুলোকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। যারা এতে সাড়া দেবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে আমরা বাধ্য হবো। ” “গত ২৯ জুলাইয়ের বোর্ড সভায় আমরা সিদ্ধান্ত নিয়েছি, ঈদের আগেই ক্রিকেটারদের ২৫ শতাংশ করে টাকা দেয়া হবে। বিপিএল আয়োজনে বোর্ড সর্বোচ্চ সহায়তা করছে।

অথচ স্থানীয়-বিদেশি ক্রিকেটার এবং গণমাধ্যমগুলো বিসিবিকেই দোষারোপ করছে। ফ্র্যাঞ্চাইজিরা প্রতিশ্রুতি ভাঙ্গবে আর বিসিবির সমালোচনা হবে! এটা হতে পারে না। ” ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতি কঠোর হুঁশিয়ারি ছুঁড়ে দিয়ে বিসিবি সভাপতি আরো বলেন “এবার টাকা পরিশোধ না করা দল ফ্র্যাঞ্চাইজি-স্বত্ব তো হারাবেই, আমরা সেই ফ্র্যাঞ্চাইজি বিক্রি করে টাকা পরিশোধ করবো। প্রয়োজনে বোর্ড বিপিএল চালাবে। ” নাজমুল হাসান আবারো জানিয়েছেন, আগামী ক্রিকেট-বর্ষপঞ্জিতে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।

এ প্রসঙ্গে তিনি বলেন, “এবার সময় মতো লিগ আয়োজন করা সম্ভব হয়নি। তবে নতুন ঘোষিত তারিখে লিগ শুরু হওয়ার ব্যাপারে আমি আশাবাদী। এবারের বর্ষপঞ্জিতে ঢাকা লিগকেই আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি। ” বিসিবির নির্বাচনের প্রস্তুতি নিতে রোববার জাতীয় ক্রীড়া পরিষদকে (এনএসসি) চিঠি দেয়ার কথা জানিয়ে বিসিবি সভাপতি বলেন, “নির্বাচনের প্রস্তুতি গ্রহণ ও নির্বাচন কমিশন গঠনের জন্য আগামী কর্মদিবসেই এনএসসিকে চিঠি দেয়া হতে পারে। কাউন্সিলর চেয়ে আরেকটি চিঠি দেয়া হবে সংশ্লিষ্টদের।

কাউন্সিলরের তালিকা পাওয়ার পর এনএসসিকে পাঠানো হবে। এটা যাচাই-বাছাই করার পর ভোটার তালিকা প্রকাশ করবে তারা। ” “আমাদের প্যানেল এখনো ঠিক হয়নি। কাউন্সিলর ঠিক করার পর আমাদের প্যানেল ঠিক করা হবে,” যোগ করেন তিনি।


সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.