আমাদের কথা খুঁজে নিন

   

বিপিএলের নিলামে সবচেয়ে দামী আফ্রিদি

Every emotion have a feelings. But every feelings have no emotion. বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম আসরের নিলামে সবচেয়ে দামী ক্রিকেটার শহীদ আফ্রিদি। পাকিস্তানের এই অলরাউন্ডারকে ৭ লাখ ডলারে দলে নিয়েছে ঢাকা গ্লাডিয়েটর্স। বরিশাল বার্নার্স ছাড়া প্রতিযোগিতার বাকি পাঁচ দলই আফ্রিদিকে দলে নিতে চেয়েছিলো। সিলেট ৫ লাখ ১০ হাজার, চট্টগ্রাম ৬ লাখ, রাজশাহী ৫ লাখ ৪০ হাজার আর খুলনা ৬ লাখ ১২ হাজার ডলার পর্যন্ত দিতে প্রস্তুত ছিলো। কিন্তু ওয়ানডের দ্রুততম শতকের মালিকের জন্য সবচেয়ে বেশি দর হেঁকেছে ঢাকা গ্ল্যাডিয়েটর্স।

আফ্রিদিকে পেয়ে তারা ভীষণ উচ্ছ্বসিত। তার আগেই ৫ লাখ ৫১ হাজার ডলারে ক্রিস গেইলকে নিয়েছে বরিশাল বার্নার্স। ওয়েস্ট ইন্ডিজের আক্রমণাত্মক ব্যাটসম্যানের জন্য বরিশাল ও রাজশাহী প্রথমে ৫ লাখ ডলার দর হাঁকে। এরপর দুরন্ত রাজশাহীর ৫ লাখ ৩০ হাজারের চেয়ে ২১ হাজার বেশি হেঁকে গেইলকে পায় বরিশাল। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলারে খুলনা রয়্যাল বেঙ্গলসে যোগ দিয়েছেন নাসির হোসেন।

হোটেল র‌্যাডিসনে বৃহস্পতিবার সকাল ১১টায় পাকিস্তানের অলরাউন্ডার আব্দুল রাজ্জাককে দিয়ে শুরু হয় নিলাম। বেস প্রাইজ ১ লাখ ডলারে তাকে কিনে নেয় দুরন্ত রাজশাহী। নিলামে বিদেশি ক্রিকেটারদের মধ্যে ‘এ’ শ্রেণীতে ১৭, ‘বি’ শ্রেণীতে ৩৬ ও ‘সি’ শ্রেণীতে ৫৮ জন ছিলেন। ‘এ’ শ্রেণীর সর্বনিু মূল্য ১ লাখ, ‘বি’ শ্রেণীর ৫০ হাজার ও ‘সি’ শ্রেণীর ২৫ হাজার ডলার। বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে ‘এ’ শ্রেণীতে ৬, ‘বি’ শ্রেণীতে ১২ ও ‘সি’ শ্রেণীতে ছিলেন ৬৮ জন।

তাদের ক্ষেত্রে ‘এ’ শ্রেণীর সর্বনিু মূল্য ৪৫ হাজার, ‘বি’ শ্রেণীর ৩০ হাজার ও ‘সি’ শ্রেণীর ২০ হাজার ডলার। প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ আট জন বিদেশি খেলোয়াড়সহ ১৮ জনকে দলে নিতে পারবে। তবে মাঠে নামাতে পারবে সর্বোচ্চ ৫ জন বিদেশি। সেই সঙ্গে প্রতিটি দলের জন্য আইসিসির সহযোগী সদস্য দেশগুলো থেকে অন্তত একজনকে নেয়া বাধ্যতামূলক।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.