যে ব্যথা দেয়,তারও তো ব্যথা থাকতে পারে-মাটির ময়না কলেজ থেকে যখন পিকনিকে যাওয়ার কথা উঠল প্রথমে যেতে চাইনি।কিন্তু বান্ধবীদের জোরাজুরিতে শেষমেষ না গিয়ে পারলাম না।গিয়ে অবশ্য বুঝেছি যে আমার পিকনিকে আসা কত দরকার ছিল।যেখানে গিয়েছিলাম ওখানে বিরাট ফুলের বাগান।এত সুন্দর লাগছিল দেখতে , বোঝানো যাবে না । মনের মত করে ছবি তুলেছি যেটা আমার অভ্যাস।তারই কয়েকটা..... প্রথমে কয়েকটা ডালিয়া ফুল... এর পরেরগুলো চন্দ্রমল্লিকা ফুল... এগুলো সব বড় ফুল।ছোট ছোট ফুলের অনেক চমৎকার কিছু ছবি তুলেছিলাম।সেগুলো নিয়ে আরেকটা পোস্ট দিতে হবে সামনে......
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।