পরিযায়ি শীত এসেছে হিমালয় থেকে। কুয়াশার চাদরে ঢেকে রেখেছে চারপাশ । উত্তরের হিমেল হাওয়া সবটুকু আর্দ্রতা শুষে নিয়ে প্রকৃতিকে করেছে খটখটে। গাছে গাছে পাতায় পড়েছে হলুদ ছোপ। ক্রমাগত তা বাড়ছেই কেবল বাড়ছেই।
যেন ঝরে পড়ার প্রতিক্ষায় প্রহর গুনছে। তবুও কিন্তু মন খারাপ করে বসে নেই প্রকৃতি। একটু স্নিগ্ধ আবেশ ছড়িয়ে দিতে তার কতই না প্রনোদনা। সব শুষ্কতাকে ছাপিয়ে দিতেই সমান তালে চলছে প্রস্তুতি। হলুদ গাঁদা থেকে লাল ডালিয়া, সূর্যমুখী, সালভিয়া , জারবেরা, পপি, ডেইজি, ক্যালেন্ডুলা, বাহারি গোলাপ, চন্দ্রমল্লিকা, আগুন ঝরানো শিমুল, পলাশ, জবা আরও কত কি।
কুজঝটিকার আবরণে অন্ধকার রাতের প্রহর শেষে আয়েশি বর্ণচ্ছটা নিয়ে দাড়িয়ে আছে বাগানে। কোথাও বা বেলকনির কার্ণিসে , সড়ক দ্বীপে কিংবা ক্ষেতের পর ক্ষেত। সারা রাতের টুপ-টুপ ঝরে পড়া শিশিরের হিরককুচি লেগে আছে পাপড়িতে। সকালের সোনালী রোদের ঝিলিক লাগা সেই বর্ণিল পাপড়ি ছাপ ফেলে যায় খসখসে মনেও। সুবাসিত করে চারপাশ।
তারই গন্ধ নাকে মেখে পথচলার ক্লান্তি দূরে সরিয়ে চোখ জুড়িয়ে নেয় শেষ বিকেলের পথিক। আর কিশোরী গুজে নেয় খোপায়। আমাদরি কুটির কাননে/ ফোটে কত পুষ্প, কেহ দেয় দেবতাচরণে/ কেহ রাখে প্রিয়জন তরে........সৌন্দর্য ,কোমলতা আর পবিত্রতার প্রতিক হয়ে উঠে এক একটি ফুল। উৎসবে, আচারে রঙে-ঢঙে ,, প্রেমে ও ভক্তিতে ফুল হয়ে উঠে অপরিহার্য। পার্কের কোনায় , রেস্তোরায় কিংবা ঘরে প্রেয়সীল প্রতিকা।
কখন তার স্বপ্ন পুরুষ ফুল হাতে দিবে দেখা। প্রিয়তমা সেই ফুল খোপায় গুজে দিবে প্রতিদান। ভক্ত সে তো কাক ভোরেই পুষ্পের ডালা সাজিয়ে নতজানু দেবতার চরনে। উদ্দেশ্য দেবতার কৃপা দৃষ্টি। ফুল এখন শুধু সৌন্দর্য বৃদ্ধির বৃত্তে বন্দি নেই।
রীতিমত হয়ে উঠেছে হাটের পণ্য। বিশ্ব জুড়ে কোটি কোটি টাকার সওদা হচেছ তাকে নিয়ে। ফুলে যে শুধু মানব-মানবীই আকৃষ্ট হয় তা নয়। হাজারো পাখি , পতঙ্গ চুম্বন করছে কোমল বর্ণীল পাপড়িতে। ফুলও তা পরম আবেগে গ্রহণ করছে।
প্রতিদানে দিচ্ছে মধু। এত সব সৌন্দর্য আর মুগ্ধতা ছাপিয়ে এক সময় বেজে উঠে বিষন্নতার সুর। রোদের আঁর শীতের থাবায় শুকাতে থাকে ফুল। বিবর্ণতা আর মলিনতার ঢেউ জেকে বসে তাকে। শ্রী হীন হয়ে এক একটি ফুল তখন যোগ দেয় ঝরে পড়ার মিছিলে।
এ যেন মানব জীবনের এক উন্মোচিত প্রয়অন গাথা। জীবনের উদ্দাম দ্যুতি শেষে প্রস্থানের ট্রেনে চেপে বসা। যে ট্রেনের গন্তব্য অন্ধকার গহিন কোন অরণ্য। কিন্তু এই চিরাচরিত প্রয়ান জেনেও বাঁচতে হবে। স্বপ্ন দেখতে হবে, দেখাতে হবে।
স্বপ্নের ডানায় ভর করে খোঁজতে হবে স্বপ্নাতীত আগামী। ফুলের মতই যত দিন বাঁচি রূপ রস আর গন্ধে আমোদিত করতে হবে চারপাশ। তাইতো ফূলের সমান্তরালে চোখ রেখে মন অস্ফুট স্বরে বলে উঠে মরিতে চাপিনা আমি সুন্দর ভুবনে/ মানবের মাঝে আমি বাঁচিবারে চাই.................। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।