আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসার নিকষ ভুলে, তুমি ভাসো ফুলে ফুলে ....................

ঘুনে খাওয়া হৃদয়টাকে নিয়ে চলতে চলতে আজকাল খুব ক্লান্ত লাগে নিজেকে..

গুলবাগিচারও ফুলে ফুলে আজ উঠেছে গুঞ্জরণ, তুমি আসিবে বাগান ভ্রমিতে আসিবে খুশির ক্ষন। খুশির জোয়ারে ভেসে ভেসে যায় হেসে হেসে গোলাপ বন, চারিদিকে আনন্দ-শান্তি ফোয়ারায় মেতে ওঠে হৃদয় মন। প্রেমেরও তুফান শুরু হয়ে যায় সমস্ত জীবনকে ঘিরে, সুখেরও শালিক খুঁটে খুঁটে খায় দুখগুলো ধীরে ধীরে। আমারও প্রানেতে গোলাপ ফুল লাজে লাল রঙে সাঁজে, আমিগো আমাতে রই না যে আর গোলাবী ঢঙের লাজে। তুমি যে আসিবে একটু পরেই ওগো প্রাণেরও ভিতরের প্রাণ, তোমাকে ঘিরে থাকিব আমি হৃদয়জুড়ে সেই একই জয়গান। প্রেমেরও শিখা অগ্নিমূর্তি তোমাকে ভালোবাসি তুমি যে তুমি জানো না তুমি আমার জীবন হাসি।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.