আমাদের কথা খুঁজে নিন

   

তোমার সমাধী ফুলে ফুলে ঢাকা ...

রহস্যময় গ্যালাক্সি ঘুরে, অসীম আকাশে উড়ে আর সাগরের অতল গভীরে ডুবে আমৃত্যু পান করতে চাই ভালোবাসার অমৃত সুধা... অনেক লিখতে ইচ্ছে করছে তোমাকে নিয়ে কিন্তু আমি জানি কিছুই হয়তো লিখতে পারবো না আজ। কারন তোমাকে নিয়ে কী লিখবো আর, তুমি যখন চলেই গেছো! ভাবতেই কষ্টে বুকটা ধরে আসছে। কেন যে অভিমান করে বছর খানেক ধরে তুমি আর আমাকে ফোনই করতে না তা আমি জানতাম না। তবে আমি কেন তোমাকে স্মরণ করিনি এটা ভেবে খুব আত্মদহনে জ্বলছি। এখন তো আর কোন অহমিকা তুমিও পারবে না প্রকাশ করতে আর আমিও না।

মোটামুটি যত স্মৃতি আছে তোমাকে নিয়ে অতো স্মৃতি বোধ করি আর কারও সাথেই আমার হয়তোবা ছিল না। তবে কখনো তোমাকে অন্যভাবে ভাবিনি। ভেবেছি একজন সহকর্মী ও বন্ধু হিসেবে। এর বেশি কখনো ভাবতে চাইনি আমি। তুমি হয়তো চেয়েও থাকতে পারো, আমি তা জানিনা।

তবে বুঝতে পেরেছি। তোমার সাথে গান গাওয়ার ও গানের চর্চা করার মুহূর্তগুলো মনে পড়ছে খুব। তুমি একটা পবিত্র কাজে সাড়া দিতে যেয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছো। শুধু এতটুকুই বলতে পারি এখন সেই গানের মতো করে- 'তোমার সমাধী ফুলে ফুলে ঢাকা/কে বলে আজ তুমি নেই/তুমি আছ মন বলে তাই'। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.