আমাদের কথা খুঁজে নিন

   

মাসিক বেতনের কামলাদের আজকের খাটনি ফাওঃ ২৯শে ফেব্রুয়ারী ছুটি দেয়া হোক

হতাশা আর দু;খ ব্যাথা যাদের দেখে থমকে দাঁড়ায় আজকে তাদের খুব প্রয়োজন, বিশ্ব এসে দু হাত বাড়ায়। আচ্ছা এ বছর যদি অধিবর্ষ না হতো (অর্থাৎ ফেব্রুয়ারী মাস যদি ২৮ দিনে হতো) তাহলে যে বেতন পেতেন, ফেব্রুয়ারী মাস ২৯ দিনে হওয়ার জন্য কি বেশি বেতন পাবেন? নিশ্চয় নয়!! তাহলে আজকের খাটা খাটনি কি মাগনা হয়ে গেল না? যে নববর্ষ প্রতি বছরই হয়, সেটাও ছুটির দিন, আর ২৯শে ফেব্রুয়ারী চার বছরে একবার আসে, তাও ছুটি হবে না? প্রকৃতির এই উপহার কে এভাবে হেলায় নষ্ট হতে দিবেন??? এটার একটা নাম দিলে কি হয়? “অতিরিক্ত ভালবাসা দিবস” জাতীয় কিছু??? বিশেষ করে যারা ১৪ই ফেব্রুয়ারি মিস করে ফেলবে তাদের একটা বাড়তি সুযোগ দেয়া। আর যারা আমার মত আরাম প্রিয়, একটা ছুটির দিন......সকালে দেরীতে ওঠা.........দুপুরে আরেকবার দিবা নিদ্রা...... আহ, কি শান্তি!!! কারা কারা পক্ষে আছেন, হাত তোলেন......দুর্বার (দুর্বল!!!) আন্দোলন গড়ে তুলি!!!  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।