একজন ইঞ্জিনিয়ারের গল্প, ভালো করে বললে সিভিল ইঞ্জিনিয়ার বলতে আমরা যা বুঝি তিনি সেরকম কিছু একটা। তার একখানা বিশেষ মানসিক ব্যাধি আছে যাহার কারনে তিনি স্বাভাবিক জিনিষও চিন্তা করেন ভিন্ন ভাবে, সাধারন জিনিশ তার হাতে মারাত্মক হয়ে উঠে। ডাঃ এর মতানুযায়ী যার এই রোগ থাকে সে যদি বুদ্ধিমান হয় তাহলে তার রোগ তাকে বানিয়ে ফেলে জিনিয়াস। জি ভাই ঠিক ধরসেন আপনারা আমি সেই রকম এক জিনিয়াসের সাথে পরিচয় করিয়ে দেবো আজ।
যারা বুচ্ছেন চুপ কইরা থাকেন।
যারা ভাবতাসেন কই যেন এইরকম কিছু দেখসিলাম তারাও চুপচাপ চিন্তা করতে থাকেন। আর যারা গালি দিতাসেন আমারে যে, “ধুর কি কয় ব্যাডা ফাউল” তাগোরে কই ভাই গল্প হুনলে কাছে আহেন। আমার মুখে গন্ধ নাই। ম্যাজিক দিয়া দাত মাইজ্যা আইছি।
এইডা হইলো এক খানা সিরিয়ালের নায়ক সাহেবের অবস্থা।
ইঞ্জিনিয়ার হইয়াও বেচারার সুখ নাই। খালি টেনসন। কারন তার একমাত্র বড় ভাই জেলখানায় মৃত্যুর দিন গুনতিসে। কেননা তিনি খুনের আসামী। খুন করেছেন আম্রিকার ভি.পি.’র ভাইরে।
বড় ভাই ছোট ভাইরে বলেছেন তিনি নির্দোষ। তিনি খুন করেন নাই। তিনি নিষ্পাপ। তারে কে বা কাহারা ফাসায়া দিসে। আম্রিকাতে তো আর প্রেসিডেন্ট খুনের আসামীরে মাফ কইরা দেয় না।
তাই ছোড ভাই বেচারা সিদ্ধান্ত নিলো বড় ভাইরে এইবার মুক্ত করে আনবে ইনশাল্লাহ্।
কি ভাই যারা চিন্তা করতেসিলেন তারা কি এহনো খুইজা পান নাই??
না পাইলে আবার চিন্তা ইশটাট দেন......
মুক্তি তো আর মামা বাড়ির আবদার না। তাই ইঞ্জিনিয়ার সাহেব ঠিক করলেন তিনি জেল ভাইঙ্গা ভাইরে ছারায়া নিয়া আসবে। না ভাই তিনি ছাত্রলীগ করেন না,আমি শিওর। যাই হোক, তিনি জেল ভাংগার প্রস্তুতি হিসেবে ঠিক করলেন নিজেই জেলে যাবেন।
তবে যাওয়ার আগে সেরে নিলেন সকল প্রস্তুতি। নিজের শরীরে উল্কি আকালেন জেল খানার ব্লুপ্রিন্ট। শুধু ব্লু প্রিন্ট না তার পরিকল্পনার অংশ গুলোও আকিয়ে নিলেন একই সাথে।
এবার জেলে যাওয়ার পালা। ভাইকে নিয়ে পালানোর ব্যাবস্থা করা।
ব্যাংক ডাকাতি করার প্রচেস্টা করে সেচ্ছায় ধরা দিয়ে প্রবেশ করেন ফক্স রিভার জেল খানায়, যা এক প্রকার দুর্ভেদ্য। সেখানে সেলে থাকতে থাকতে বন্ধু যেমন তৈরী হয় তেমনি তৈরী হয় শত্রু। এমনকি ইঙ্গিনিয়ার সাহেব পেয়ে যান একজন প্রেমিকা। হুম... এইবার কথা হইলো তারা জেল ভাঙ্গিয়া পালাতে পারবে কিনা তা দেখার বিষয়। আরে ভাই পারব হেইডা তো জানা কথা।
বাট কিন্তুক কথা হইলো কেমনে পালাইবো হেইডা হইলো কথা।
কেমনে পালায় অইডা ব্যাক্ষা করা আমার দ্বারা সম্ভব না। অই ক্ষমতা আমার নাইরে ভাই। আপ্নেরা যদি জানতে চান তাইলে সিরিয়াল খানা দেখতে পারেন। আমি মেলা কথা কই নাই এইখানে।
এমনিতেই পোস্ট বড়, আর বিরক্ত না করি।
অ আপ্নেগোরে তো মালডার নাম টাই কই নাই।
আসিতেসে আপনার পিসির পর্দায়, আপনাকে আটকাইয়া রাখার মত, টান টান উত্তেজনার সিরিজ, দর্শকের মন মাতানো ড্রামা সিরিয়াল “Prison Break”.
জি ভাই সিরিয়ালের নাম প্রিজন ব্রেক।
৪ টা সিজনে এই সিরিয়াল শেষ হয়েছে। সিরিয়াল দেখার আগে এক্টাই কথা বলব ভাই হাতে কইটা দিন অখন্ড অবসর নিয়া বইসেন।
IMDB Rating : 8.4
Personal Rating:9.5
সংবিধিবদ্ধ সতর্কিকরনঃ এই পোস্ট পরীক্ষার্থীদের জন্য ক্ষতিকর।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।